আবারও ‘গল্প হলেও সত্যি’র রিমেক

RBN Web Desk: আবারও ‘গল্প হলেও সত্যি’র রিমেক হতে চলেছে। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রবি ঘোষ (Robi Ghosh), যোগেশ চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Banerjee), ছায়া দেবী, প্রসাদ মুখোপাধ্যায় ও বঙ্কিম ঘোষ। বাঙালি দর্শকের কাছে কাল্ট হয়ে যাওয়া ছবিটি পরিচালনা করেছিলেন তপন সিংহ (Tapan Sinha)।

১৯৭২ সালে হিন্দিতে ছবিটি ‘বাবর্চি’ নামে রিমেক করেন হৃষিকেশ মুখোপাধ্যায় (Hrishikesh Mukherjee)। ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ খন্না (Rajesh Khanna), কালী বন্দ্যোপাধ্যায়, জয়া ভাদুড়ি, হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও একে হঙ্গল। বক্স অফিসে সুপারহিট হয় সেই ছবি।

আরও পড়ুন: কী বলবে সেন্সর? জানেন না রাজর্ষি

প্রায় ৫২ বছর পর আবারও হিন্দিতে আসছে ‘গল্প হলেও সত্যি’ (Golpo Holeo Sotyi)। ছবিটি পরিচালনা করবেন অনুশ্রী মেহতা (Anushree Mehta)। ছবিটি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে হবে বলে জানিয়েছেন তিনি। তবে কে কোন চরিত্রে থাকবেন তা এখনও জানা যায়নি।    

হিন্দি ছাড়াও কন্নড় ও তামিল ভাষায় রিমেক হয়েছে ‘গল্প হলেও সত্যি’।   




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *