নিষিদ্ধ খেলায় মৃত্যুর বীজ, ‘পবিত্র পাপিজ়’ নিয়ে আসছেন দেবালয়
RBN Web Desk: করোনা বদলে দিয়েছে মানবজীবন। লকডাউনের দিনগুলোয় মানুষ ঘরে বসেই অফিস করেছে, বাড়ির যাবতীয় কাজ সামলেছে। পাশাপাশি বিভিন্ন চ্যাট গ্রুপে আড্ডা দেওয়া বা ভিডিও কলে নতুন-নতুন সময় কাটানোর প্ল্যান বার করেছে প্রায় সকেলই। কিন্তু সময় কাটানোর জন্য এই সাধারণ আড্ডা যদি কখনও প্রাণঘাতী হয়ে ওঠে?
এরকমই এক কাহিনী নিয়ে পরিচালক দেবালয় ভট্টাচার্য তৈরি করেছেন তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘পবিত্র পাপিজ়’।
কাহিনীর কেন্দ্রে রয়েছে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে সাত বন্ধুর আড্ডা। এই সাত বন্ধুর একটি চ্যাট গ্রুপ আছে যার নাম পবিত্র পাপিজ়। ঘটনাচক্রে তারা সকলেই আপাতত গৃহবন্দী। মাঝেমাঝে তারা ভিডিও কলে পার্টি করে, গেমও খেলে। এরকমই একটি খেলা হলো ডেথ জ়োন। প্রতিদিন রাত জেগে এই নিষিদ্ধ খেলায় বুঁদ হয়ে থাকে তারা। একটা সময় নিজেরাই বুঝতে পারে এই খেলা তাদের কাছে নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। এর থেকে নিজেদের বার করে আনতে অন্তক্ষরি বা ট্রুথ অর ডেয়ার খেলার সিদ্ধান্ত নেয়। তাতে কোন লাভ হয় না। রাত হতেই আবার তাদের গেমের নেশায় পেয়ে বসে। এমনই এক রাতের রাতের চ্যাটে এক বন্ধু দানিশ অনুপস্থিত থাকে। একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে শ্বাসরোধ করে দানিশের মৃত্যুর ভিডিও পরেরদিন তার নম্বর থেকে সেই চ্যাট গ্রুপে পোস্ট করা হয়। আতঙ্কিত বাকি ছয় বন্ধু যেন আরও বেশি করে জড়িয়ে পড়ে মৃত্যুর খেলায়। দানিশ কী সত্যিই আত্মহত্যা করল, নাকি তাকে খুন করা হয়েছে?
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
এই সিরিজ়ে অভিনয় করেছেন সোহিনী সরকার, বিক্রম চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরভ দাস, সায়ন ঘোষ, দেবপ্রিয় বাগচী ও অঙ্কিতা চক্রবর্তী। লকডাউনের নিয়ম মেনে নিজেদের বাড়িতেই শুটিং করেছেন সবাই।
কীভাবে এই সিরিজ় করার কথা মাথায় এল? উত্তরে দেবালয় রেডিওবাংলানেট-কে জানালেন, “আমার ছবি ‘ড্রাকুলা স্যার’ মুক্তি পাবার কথা ছিল মে মাসে। এছাড়া একটা ওয়েব সিরিজ় হবারও কথা ছিল। লকডাউন শুরু হয়ে সবই আটকে গেল। কিন্তু কাজ না করে তো বসে থাকা যায় না। তখন এই গল্পটা আমার মাথায় আসে। অভিনেতাদের সকলের সঙ্গেই আমি আগে কাজ করেছি। তবে এখানে আমি সামনে থেকে পরিচালনা করতে পারছি না। তাই তাঁদের সঙ্গে বোঝাপড়াটা থাকা জরুরী ছিল। বরং যারা ভিডিও তুলেছেন—কারোর আত্মীয় বা বন্ধু—তারাই অনেকটা কাজ করে দিয়েছেন।”
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
পাঁচ পর্বে শেষ হবে ‘পবিত্র পাপিজ়’ এর গল্প। দর্শকের ভালো লাগলে দ্বিতীয় সিজ়ন আসতেই পারে বলে জানালেন দেবালয়। তবে এই হত্যা রহস্য এই সিজ়নেই শেষ হবে।
“যদি পরের সিজ়ন আসে তাহলে সেটা অবশ্যই আর এইভাবে হবে না,” জানালেন দেবালয়। “আমাদের হাতে যতটুকু রসদ থাকে সেই নিয়েই আমরা কাজ করার চেষ্টা করি। তাই এর মধ্যেই যেভাবে পেরেছি সিরিজ়টা তৈরি করেছি।”
এ মাসেই হইচই-এ দেখা যাবে ‘পবিত্র পাপিজ়’।
বিনোদন দুনিয়ার সব খবর পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল