বিশিষ্ট পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের জীবনাবসান
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট পরিচালক বাসু চট্টোপাধ্যায়। আজ সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘিদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
সত্তরের দশকে নায়কোচিত চলচ্চিত্রের পরিবর্তে সাধারণ মানুষের গল্প তুলে এনেছিলেন বাসু। তথাকথিত নায়কের ইমেজ সরিয়ে এই পরিচালকের তৈরি বিভিন্ন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (‘মঞ্জ়িল’), রাজেশ খান্না (‘চক্রব্যূহ’), দেব আনন্দ (‘মন পসন্দ’), মিঠুন চক্রবর্তী (‘শৌকিন’)।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘বাতো বাতো মে’, ‘চামেলি কি শাদি’, ‘এক রুকা হুয়া ফয়সলা’র মত একাধিক জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন বাসু। তাঁর পরিচালিত ধারাবাহিক ‘ব্যোমকেশ বক্সী’ তুমুল জনপ্রিয়তা লাভ করে। এর আগে আশির দশকে ‘রজনী’ ধারাবাহিক পরিচালনা করেন তিনি।
তাঁর মৃত্যুতে চলচ্চিত্র মহলে নেমে এসেছে শোকের ছায়া।
বিনোদন দুনিয়ার সব খবর পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল