আর্থিক সঙ্কটে রাজেশ খট্টর ও পরিবার
RBN Web Desk: প্রবল আর্থিক সঙ্কটের সম্মুখীন অভিনেতা রাজেশ খট্টর ও তাঁর পরিবার। কোভিড চিকিৎসার পিছনে খরচ হয়ে গিয়েছে তাঁদের সারা জীবনের সঞ্চয়। রাজেশের স্ত্রী বন্দনা সাজনানী তাঁদের দুর্দশার কথা সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় রাজেশের পরিবারের কেউই শারীরিকভাবে সুস্থ ছিলেন না। কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হন অভিনেতা ঈশান খট্টরের বাবা রাজেশ। তিনি সুস্থ হয়ে ফিরলেও মারা যান তাঁর বাবা। তাঁর শেষকৃত্য করতে হাসপাতাল থেকে সোজা শ্মশানে গিয়েছিলেন রাজেশ। হাসপাতালে শয্যা পেতেও রাজেশ ও বন্দনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
আরও পড়ুন: সুরকার লক্ষ্মণ প্রয়াত
বন্দনা জানিয়েছেন যে কোভিডের প্রথম ঢেউয়ের সময়ে তিনি অন্তঃসত্বা ছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই থেকে এখনও পর্যন্ত হাসপাতালেই তাঁদের পরিবারের দিন কাটছে। এমনকি তাঁদের পুত্রসন্তানকেও আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। লকডাউনে কাজ নেই। অর্থ উপার্জনের পথও বন্ধ। ২০২০ থেকে এখনও পর্যন্ত মাত্র একটি বিজ্ঞাপনে কাজ করেছেন বলে জানিয়েছেন বন্দনা।
১৯৯০ সালে অভিনেত্রী নীলিমা আজি়মকে বিয়ে করেন রাজেশ। ঈশান তাঁদের পুত্র। নীলিমার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর বন্দনাকে বিয়ে করেন তিনি। একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন রাজেশ। ‘ডন’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘সূর্যবংশ’, ‘রেস ২’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। বহু হলিউড ছবির হিন্দি ডাবিংও করেছেন রাজেশ। এর মধ্যে রয়েছে ‘দ্য মাস্ক অফ জ়োরো’, ‘দ্য মমি’, ‘রোমিও মাস্ট ডাই’, ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’-এর মতো ছবি।