আদালতের নির্দেশে পিছিয়ে গেল উত্তমকুমারকে নিয়ে ছবির মুক্তি
RBN Web Desk: আদালতের নির্দেশে পিছিয়ে গেল উত্তমকুমারকে নিয়ে তৈরী ডকু-ফিচার ‘যেতে নাহি দিব’র মুক্তি। গতকাল এই সংক্রান্ত মামলার শুনানির পর ছবিটি মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করে আলিপুর আদালত, এমনটাই জানিয়েছেন উত্তমকুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।
উত্তমকুমারের ব্যক্তিজীবন নিয়ে এই ছবি পরিচালনা করেছেন প্রবীর রায়। উত্তমকুমারের পরিবারের অভিযোগ, ডকু-ফিচারটি তৈরী করার সময় তাঁদের কোনও অনুমোদন নেওয়া হয়নি। তাঁদের সম্পূর্ণ অজ্ঞাত রেখে এই কাজ করা হয়েছে।
আরও পড়ুন: তৃতীয় বর্ষে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব
গৌরবের দাবী, অন্যান্যদের কাছ থেকে তাঁরা জানতে পারেন এই ছবির কথা। উত্তমকুমারকে নিয়ে ছবি হতেই পারে, তাতে তাঁদের কোনও আপত্তি নেই। সেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রবীরবাবু তাঁর দাদুর ব্যক্তিজীবন দেখিয়েছেন এই ছবিতে এবং তাতে বেশ কিছু আপত্তিজনক বিষয় রয়েছে। পরিবারের সবার সঙ্গে কথা বলে গৌরব আদালতের দ্বারস্থ হন। আপাতত ‘যেতে নাহি দিব’ আগামীকাল মুক্তি পাচ্ছে না, জানালেন গৌরব।
এদিকে প্রবীরবাবুর দাবী, উত্তমকুমার ভারতের একজন অন্যতম শেষ্ঠ অভিনেতা। তাঁর ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা তিনি কেন করবেন?
‘যেতে নাহি দিব’তে উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেছেন সুজন মুখোপাধ্যায়।