বাংলা ছবির বর্তমান ধারাটাই চলা উচিত: সাহেব
কলকাতা: বাংলা ছবির ধারায় যে পরিবর্তন এসেছে তা অত্যন্ত সদর্থক বলে মনে করেন অভিনেতা ও গায়ক সাহেব চট্টোপাধ্যায়। একটা সময় যে ধাঁচের গল্প নিয়ে ছবি হতো, এখন আর তা হয় না বা দর্শক আর তেমন ছবি পছন্দ করেন না বলেই মনে করেন তিনি। শিলাদিত্য মৌলিকের পরবর্তী ছবি ‘হৃৎপিণ্ড’র অন্যতম মুখ্য চরিত্রে থাকছেন সাহেব।
“নায়ক বা নায়িকাভিত্তিক গল্পের বদলে চরিত্রাভিনেতাদের কেন্দ্র করে যে ছবিগুলো হচ্ছে সেই ধারাটাই থেকে যাবে,” সম্প্রতি এক অনুষ্ঠানে রেডিওবাংলানেট-কে বললেন সাহেব। “বিদেশে এই ধরণের ছবি বহুদিন হলো প্রাধান্য পেয়ে এসেছে। এখন হিন্দি ছবি এবং ওয়েব সিরিজ়ের ক্ষেত্রেও সেই ধারাকেই মানুষ আপন করে নিয়েছেন। এটাই চলা উচিত বলে মনে হয় আমার।”
আরও পড়ুন: পুজোয় রবীন্দ্র সদনে বাংলা ছবি, সিদ্ধান্ত কর্তৃপক্ষের
এই ধরণের ছবি তৈরী হলে বাংলা ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হবে বলে মনে করেন সাহেব। “এই ধরণের ছবিগুলোতে গল্প বা চিত্রনাট্যই নায়ক। বাকি সবকিছু গৌণ। কাহিনীই মানুষকে প্রেক্ষাগৃহে যেতে বাধ্য করছে। প্রচুর অভিনেতা ও অভিনেত্রীরা ইন্টারেস্টিং কাজ পাচ্ছেন এবং ছবির গল্পই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে হয় বর্তমান ধারাটাই বাংলা ছবির ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে,” মত সাহেবের।
তাঁর আগামী কাজ নিয়ে বলতে গিয়ে সাহেব জানালেন, “কিছুদিন আগে আমার নতুন গান ‘চাঁদের হাসি’ মুক্তি পেয়েছে। সেটা বহু মানুষ শুনছেন, শ্রোতাদের ভালোবাসা পেয়েছে। তাছাড়া কিছুদিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ‘শ্যামা’ নিয়ে অ্যালবামে কাজ করলাম আমরা। আমি বজ্রসেনের ভূমিকায় গান গেয়েছি আর শ্যামার গানগুলো গেয়েছে ইমন চক্রবর্তী। এই কাজটা করতেও খুব ভালো লেগেছে।”
আরও পড়ুন: রক্তবরণ মুগ্ধকরণ
অঞ্জন চৌধুরীর মেয়ে রিনা চৌধুরীর পরিচালনায় ‘ছায়াসূর্য’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাহেব। এই ছবিতে সূর্যর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ‘ছায়াসূর্য’ মূলত পশ্চিমবঙ্গের বৃহত্তর দর্শকদের কথা ভেবে অঞ্জন চৌধুরী ঘরানায় তৈরি করা হবে বলে জানালেন অভিনেতা।