‘অমৃতের সন্ধানে’ পাড়ি দিচ্ছেন দেবাশিস, সৌরসেনী
RBN Web Desk: নববর্ষের প্রাক্কালে ‘অমৃতের সন্ধানে’ পাড়ি দিচ্ছেন সৌরসেনী মৈত্র ও দেবাশিস মণ্ডল। সঙ্গে থাকছেন চন্দন রায় সান্যাল। পরিচালক অভিনন্দন দত্তের নতুন ওয়েব সিরিজ় ‘অমৃতের সন্ধানে: দ্য বেনারস চ্যাপ্টার’-এ এই প্রথম জুটি বাঁধলেন সৌরসেনী ও দেবাশিস। পুরাণের আবডালে লুকিয়ে থাকা রহস্যের খোঁজ থাকছে গোটা সিরিজ় জুড়ে।
হারিয়ে যাওয়া এক পৌরাণিক পাণ্ডুলিপিকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়। এই পাণ্ডুলিপি নাকি অমরত্বের সন্ধান দেবে। অনেক বছর ধরে দেশ-বিদেশের বহু সিন্ডিকেট এই পাণ্ডুলিপি খুঁজে চলেছে। তবু আজও এর কোনও খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় প্রোফেসরের ভূমিকায় চন্দন
প্রত্নতত্ত্ববিদ দিশা (সৌরসেনী) এই পাণ্ডুলিপি উদ্ধারের কাজে জড়িয়ে পড়ে। তার সঙ্গী হয় পুলিসশের আন্ডারকভার এজেন্ট ঈশান (দেবাশিস)। কাশীর অলিতে-গলিতে দুজনে খুঁজে চলে সেই পাণ্ডুলিপি। স্থানীয় প্রোফেসর তরুণ শাসমলও (চন্দন) বহুদিন ধরে এই একই কাজ করে চলেছেন। শেষ পর্যন্ত এই পাণ্ডুলিপি কি পাওয়া যাবে?
আগামীকাল থেকে আড্ডাটাইমস প্ল্যাটফর্মে দেখা যাবে আট পর্বের ‘অমৃতের সন্ধানে: দ্য বেনারস চ্যাপ্টার’।