এবার টেলিভিশনে স্বামী বিবেকানন্দ
RBN Web Desk: একজন মানব, যিনি দেশ, কাল, সমাজ নির্বিশেষে প্রতি মুহূর্তেই প্রাসঙ্গিক, একটি প্রাণ যিনি বিশ্বজুড়ে মানুষের বিবেককে জাগ্রত করে চলেছেন প্রতিনিয়ত, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তাঁরই জন্মতিথি উপলক্ষ্যে এবার টেলিভিশনে আসতে চলেছে ধারবাহিক ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’। সম্প্রতি কলকাতায় বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ধারাবাহিকটির পরিচালক সুশান্ত বসু ও কলাকুশলীরা।
‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’ ধারাবাহিকে কিশোর বিবেকানন্দের চরিত্রে অভিনয় করছেন সাফল্য দেবনাথ ও ভুবনেশ্বরী দেবীর ভূমিকায় রয়েছেন কন্যাকুমারি চন্দ। বিশ্বনাথের চরিত্রে দেখা যাবে তীর্থ মল্লিককে এবং দুর্গাপ্রসাদের ভূমিকায় থাকছেন বোধিসত্ত্ব মজুমদার। বিবেকানন্দের পিসিঠাকুমা উমাশশীর চরিত্রে রয়েছেন নন্দিতা চক্রবর্তী। কালিপ্রসাদের চরিত্রে থাকছেন দেবনাথ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ। তিনি বললেন, “সূর্যের সংস্পর্শে এলে ভাঙা আয়নার মধ্যেও আলোক দ্যূতি প্রবেশ করে। তেমনই আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবন অনুধ্যান করি আমাদের মধ্যের সমস্ত ক্ষুদ্রতা দূরীভূত হবে, তেজস্বীর সংস্পর্শে আমাদের মধ্যেও তেজ সঞ্চারিত হবে।”
ধারাবাহিকটি তিনভাগে দেখা যাবে। প্রথম ভাগে বিবেকানন্দের বাল্যকাল, বেড়ে ওঠা, দুরন্তভাব, মূল্যবোধ গঠন, তাঁর পছন্দ-অপছন্দ, শৈশবের নানা ঘটনা দেখা যাবে। দ্বিতীয় ভাগে থাকবে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তাঁর সাক্ষাৎ, বোধোদয়, জাগ্রত বিবেকের মতো বিষয়গুলি। শেষ ভাগে থাকবে বিবেকানন্দের কর্মযোগ।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
বিলের মা শিবের কাছে পুত্র চেয়েছিলেন। সে ইচ্ছে পূরণ হয়েছিল। তবে পুত্রের ভাব দেখে ভুবনেশ্বরী নিজেই বলেছিলেন, চাইলাম শিব, পেলাম ভূত। এমন একজন মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে কন্যাকুমারি রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি সত্যিই গর্বিত। এমন একজন যুগনায়ক যিনি আজীবন প্রাসঙ্গিক থাকবেন, তাঁর মায়ের চরিত্রে অভিনয় করতে যে কোনও অভিনেত্রীই আগ্রহী হবেন। ঈশ্বরের অনেক আর্শীবাদ আমার ওপর, যে আমি এটা করতে পারছি। আমরা সবাই খুব আনন্দ করে কাজটা করছি। আধঘণ্টার একটা প্লটের জন্য অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে। সবাই দেখলে তবেই সেই পরিশ্রম সার্থক হবে।”
ছোট্ট সাফল্যের এটা প্রথম কাজ। স্বাভাবিকভাবেই সে ভীষণ উত্তেজিত। উৎসাহি তীর্থও। মঞ্চে পিতা-পুত্রের সংলাপ বিনিময়ে মাতলেন দুজনে।
”আগে সেভাবে স্বামীজির পরিবার সম্পর্কে জানার সুযোগ হয়নি,” বললেন বোধিসত্ত্ব। “এখন কাজ করতে গিয়ে অনেককিছু জানতে পারছি। বিশেষত আজ তাঁর বাসভবনে দাঁড়িয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে।”
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
এর আগে মা সারদা, শ্রী সাঁই রাম, বাবা লোকনাথের জীবনী নিয়ে টেলিভিশন ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন সুশান্ত। তিনি বললেন, ”আরেকটি বিবেকানন্দের জন্ম হয়নি আরেকজন ভুবনেশ্বরী নেই বলেই। জীবনে মায়েদের গুরুত্বই আসল। তাঁরাই পথ দেখান। আশা রাখি আরও অনেক ভুবনেশ্বরী আসবেন এবং শত-শত বিবেকানন্দের জন্ম হবে।”
ধারাবাহিকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাকেশ ঘোষ।
আকাশ আট চ্যানেলে আগামীকাল থেকে শুরু হবে ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’-এর সম্প্রচার। সোম থেকে শনি, সন্ধ্যা ৭টা থেকে দেখা যাবে ধারাবাহিকটি।