আর শোনা যাবে না ‘নিশির ডাক’
RBN Web Desk: আর শোনা যাবে না, থুড়ি দেখা যাবে না ‘নিশির ডাক’। ২০ জুলাই থেকে এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ। গত বছর ডিসেম্বর মাস থেকে সম্প্রচার শুরু হয় এই ধারাবাহিকটির। কিন্তু মাস সাতেক যেতে না যেতেই শেষ হয়ে যাচ্ছে ‘নিশির ডাক’।
ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন টুম্পা ঘোষ, সৈরিতি বন্দ্যোপাধ্যায়, ও সৌম্য বন্দোপাধ্যায়। ‘নিশির ডাক’-এ কালীভক্ত শ্রীময়ীর চরিত্রে ছিলেন টুম্পা। শ্রীময়ীর একদিন আলাপ হয় ছোট্ট তারার সঙ্গে। সে জানতে পারে যে তারার বাবা অঘোরনাথ অমরত্ব পাওয়ার লক্ষ্যে নিজের মেয়েকে বলি দিতে চান। তারাকে রক্ষা করতে এগিয়ে আসে শ্রীময়ী।
রবীন্দ্রনাথের কবিতাকে ব্যঙ্গ, প্রতিবাদে বিজ্ঞাপন সরাতে বাধ্য হল সংস্থা
শুরু হওয়ার পর থেকে টিআরপি তালিকায় ভালোই ফল করছিল ‘নিশির ডাক’। তাই ধারাবাহিকটি হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা।