সেই সামাজিক গল্পই পছন্দ দর্শকদের
RBN Web Desk: যতই ভক্তিমূলক ও জীবনীধর্মী ধারাবাহিক শুরু হোক না কেন, সামাজিক গল্পই যে দর্শকদের বেশি পছন্দ, তা আরেকবার প্রমাণ হয়ে গেল এই সপ্তাহের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ টিআরপি তালিকা প্রকাশের পর। প্রথম স্থানে সেই শ্যামা মেয়ের গল্প কৃষ্ণকলি।
কিন্তু একাধিক বিয়ে, কূটকচালি, সংসার জীবনে বিশ্বাসঘাতকতা, এসব নিয়ে দর্শকদের একাংশ যখন তিতিবিরক্ত, তখন কি করে বেড়েই চলেছে সামাজিক গল্পভিত্তিক ধারাবাহিকের রেটিং?
ভালবাসার সন্ধানে, শেষ পর্যন্ত
বিশেষজ্ঞদের দাবী, বর্তমানে চমকই মেগা-ধারাবাহিকগুলির চালিকাশক্তি। যে ধারাবাহিকে যত ঘন ঘন চমক, তার তত বেশি টিআরপি পকেটস্থ করার সম্ভাবনা। জীবনীধর্মী ধারাবাহিকে চমক দেওয়ার সুযোগ নেই বললেই চলে। দর্শক মোটামুটি এঁদের জীবন সম্পর্কে ওয়াকিবহাল এবং জানেন গল্প কোন দিকে এগোবে। উদাহরণ নেতাজি, আমি সিরাজের বেগম ও মহাপীঠ তারাপীঠ। জীবনীধর্মী বা ভক্তিমূলক ধারাবাহিকে জোর করে গল্পে নতুন ট্র্যাক ঢোকানো যায় না। আর তাই নাটকীয়তা কম থাকে বলেই এরকম ধারাবাহিকের দর্শক সংখ্যা কম, এমনটাই দাবী বিশেষজ্ঞদের।
সব মিলিয়ে এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১০টি ধারাবাহিক এরকম।
১. কৃষ্ণকলি (১২.৬)