ফেডারেশনের সঙ্গে মতান্তর, চিঠি পেল ‘কৃষ্ণকলি’ সহ তিনটি ধারাবাহিক
RBN Web Desk: গতবছর থেকেই বিনোদন ইন্ডাস্ট্রিতে থাবা বসিয়েছে করোনা। বহুদিন বন্ধ থাকার পর ধীরে-ধীরে কাজে ফিরেছিলে শিল্পী ও টেকনিশিয়নরা। কিন্তু বিধি বাম। ১৬ মে থেকে লকডাউন ঘোষণার পর ফের বন্ধ হয়ে যায় শুটিং। করোনার প্রকোপ আটকাতে ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। ফলে আবারও টেলিদুনিয়ার হাওয়া গরম।
বেশিরভাগ ধারাবাহিকেরই জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এপিসোড ব্যাঙ্কিং করা ছিল। কিন্তু এবার দ্বিতীয় দফার লকডাউনের ফলে চিন্তার ভাঁজ পড়েছে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষের কপালে। হাতে নতুন পর্ব ধরে রাখার জন্য একাধিক ধারাবাহিক সাতদিনের বদলে সপ্তাহে পাঁচদিন সম্প্রচারিত হচ্ছে। এমতাবস্থায় নতুন পর্ব সম্প্রচার করতে হলে শিল্পীদের বাড়ি থেকে শুটিং করতে হবে। সেই মতোই ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘বরণ’ ও ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শুটিং শুরুও হয়। সমস্যারও শুরু সেখানেই।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
টেকনিশিয়ন ফেডারেশনের সঙ্গে কোনওরূপ আলোচনা না করেই বাড়ি থেকে শুটিং শুরু করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এই মর্মে তিনি ধারাবাহিকগুলির কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন। যে কোনও শুটিংয়ের ক্ষেত্রে অভিনেতাদের যেমন প্রয়োজন, তেমনই দরকার টেকনিশিয়ানদেরও। এভাবে বাড়িতে বসে শুটিংয়ের কারণে ধারাবাহিকের গুণগত মান কমতে পারে বলে ফেডারেশনের দাবি। এমনকি মেকআপ শিল্পীরাও কাজ করতে পারছেন না বলে দাবি করেছেন স্বরূপ।
তবে স্বরূপের দাবির সঙ্গে একমত নন ‘কৃষ্ণকলি’ সহ আরও কয়েকটি ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস। তাঁর দাবি, চুক্তি অনুযায়ী ধারাবাহিকের নতুন এপিসোড জমা না দিতে পারলে চ্যানেল অন্য কাউকে দিয়ে সেই পর্বের শুটিং করাতে পারে। সেক্ষেত্রে যদি আপাতত বাড়িতে বসে কাজ করা হয়ে তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে। প্রযোজক টাকা পেলে অভিনেতাদের পাশাপাশি টেকনিশিয়নরাও টাকা পাবেন। কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মাস মাইনে ভিত্তিক চুক্তিতে যাঁরা কাজ করছেন, তাঁরা কীভাবে টাকা পাবেন সেই প্রশ্নই তুলেছেন সুশান্ত।
আরও পড়ুন: হাতের শিরা কেটে মায়ের পায়ে আলতা, বিরক্ত দর্শক
কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে মন্তব্য করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ও। বিধিনিষেধ মেনে যদি কাজ এগোনো যায় তাতে সুবিধাই হবে বলে মনে করেন তিনি।
অবশেষে গতকাল ধারাবাহিকের প্রধান অভিনেতা-অভিনেত্রীদের বাড়ি থেকেই শুটিং করার অনুমতি দিয়েছে ফেডারেশন। ইতিমধ্যেই বেশ কিছু পর্বের শুটিংও সেরে ফেলেছেন তাঁরা। তবে সব ধারাবাহিকের ক্ষেত্রেই ফেডারেশন এরকম অনুমতি দেবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।