আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক
RBN Web Desk: গোটা দেশজুড়ে যখন বাংলা মেগাধারাবাহিকের রমরমা, ঠিক তখনই একাধিক জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিকের ডাবিং করা সংস্করণ সম্প্রচারিত হচ্ছে। সেই ধারা অব্যাহত রেখেই এবার ‘ঠপকি প্যার কি’ ধারাবাহিক দেখা যাবে বাংলায়। এই ধারাবাহিকের বাংলা সংস্করণটির নাম ‘আদরের ছোঁয়া’।
২০১৫ সালে শুরু হওয়া ‘ঠপকি প্যার কি’ ধারাবাহিকটি টানা দু’বছর ধরে সাফল্যের সঙ্গে সম্প্রচারিত হয়। জিজ্ঞাসা সিং ও মনীষ গোপলানী অভিনীত বাণী ও বিহান চরিত্রদুটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা লাভ করে। এর পাশাপাশি একই চ্যানেলে আসতে চলেছে আরেকটি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কসম তেরে প্যার কি’র বাংলা সংস্করণ ‘শপথ ভালোবাসার’।
আরও পড়ুন: সাসপেন্স থ্রিলারে প্রিয়াঙ্কা, সাহেব, শ্রীলেখা
ইতিমধ্যেই একাধিক বাংলা ধারাবাহিক চেনা গণ্ডি পেরিয়ে গোটা দেশে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। ‘শ্রীময়ী’, ‘কুসুম দোলা’, ‘ইষ্টি কুটুম’, ‘মোহর’ সহ আরও বেশ কয়েকটি মেগাধারাবাহিক বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় সম্প্রচারিত হচ্ছে। তবে ডাবিংয়ের ভিড়ে হারাচ্ছে না বাংলা কনটেন্ট। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে একঝাঁক নতুন বাংলা ধারাবাহিক। টুম্পা পাল অভিনীত ‘রিমলী’, জিতু কামাল এবং সম্পূর্ণা মণ্ডল অভিনীত ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিক দুটির সম্প্রসারণ শুরু হবে ফেব্রুয়ারি থেকেই।
সান বাংলা চ্যানেলে দেখা যাবে ‘আদরের ছোঁয়া’।