টেলিভিশনে ‘সত্যজিৎ একাই ১০০’, থাকছে তাঁর ক্রিপ্টোগ্রাফির কথাও
RBN Web Desk: নিজের ছবিতে চিত্রনাট্য, আবহ এবং পরিচালনা এই তিনটি বিভাগের দখল রাখতেন তিনি। এর সঙ্গে কখনও যুক্ত হয়েছে সাজসজ্জা, কখনও বা সঙ্গীত রচনা। কিন্তু এমন অনেক অজানা দায়িত্ব তিনি কাঁধে তুলে নিতেন যা ছবির প্রত্যেকটি মুহূর্তকে জীবন্ত করে তুলত। যেমন সেট ডিজ়াইন, পোশাক পরিকল্পনা বা সংলাপ অনুযায়ী স্টোরিবোর্ড আঁকা। এমন বিবিধ অজানা তথ্য নিয়ে ‘পথের পাঁচালী’র পরিচালকের জন্মশতবর্ষে কলকাতা দূরদর্শন নিয়ে আসছে ‘সত্যজিৎ একাই ১০০’ তথ্যচিত্র। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও বিজ্ঞাপনের জীবন, ছবিজীবন, সমান্তরালভাবে চলতে থাকা সঙ্গীতভাবনা, ভিস্যুয়াল আর্ট এবং সাহিত্যরচনার বিস্তৃত পরিসর ডালপালা মেলবে এই তথ্যচিত্র জুড়ে। উন্মোচিত হবে বেশ কিছু অজানা দিক।
কী থাকছে ‘সত্যজিৎ একাই ১০০’তে?
তথ্যচিত্রে স্মৃতিচারণা করেছেন প্রদীপ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়রা। তাঁকে নিয়ে যেমন কথা বলেছেন অনুজ পরিচালক থেকে বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, তেমনই সত্যজিতের ছবিতে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তাঁর শিল্পীরা। স্মৃতিচারণা করেছেন সত্যজিৎ আবিষ্কৃত ‘মুকুল’ ও ‘ক্যাপ্টেন স্পার্ক’। তাঁর সাহিত্য এবং চিত্রকলাকে নিখুঁত বিশ্লেষণ করেছেন জনপ্রিয় সাহিত্যিক থেকে শুরু করে গবেষকরা। থাকবে সেই কথাও।
আরও পড়ুন: অনুমেয় হলেও ক্লাইম্যাক্সে চমক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মৈনাক বিশ্বাস এবং সহকারী অধ্যাপক অনিন্দ্য সেনগুপ্তর কথায় উঠে আসবে সত্যজিতের ছবিতে ইতালিয়ান নিও রিয়ালিজ়ম ও ফরাসি নিউ ওয়েভের প্রভাব। অধ্যাপক শুভেন্দু দাশমুন্সী কথা বলবেন সত্যজিতের ক্যালিগ্রাফির পাশাপাশি তুলনামূলক কম আলোচিত ক্রিপ্টোগ্রাফি নিয়ে। জানা যাবে সত্যজিতের ক্রিপ্টোগ্রাফির মূলে কার হাত ছিল।
“সত্যজিতের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই দূরদর্শনের এই ভাবনা। দু’ঘণ্টার পরিসরে বিশ্ব বিখ্যাত এই মহামানবের জীবন, তাঁর শিল্পধারা, শৈল্পিক বোধ তুলে ধরা সম্ভব নয়। তাঁর সাহচর্য যারা পেয়েছিলেন, তাঁদের কাছে সত্যজিৎ-দর্শন কেমন ছিল সেইটুকু তুলে আনার চেষ্টা করেছি,” সংবাদমাধ্যমকে জানালেন দূরদর্শনের আধিকারিক এবং এই তথ্যচিত্রের পরিচালক অনিন্দ্য রায়।
আজ ও আগামীকাল দূরদর্শন (ডিডি) বাংলায় সন্ধ্যা ৭.৩০টায় সম্প্রচারিত হবে ‘সত্যজিৎ একাই ১০০’।