ছোট্ট ঈশ্বরীকে নিয়ে শহরে একা কাঞ্চি
RBN Web Desk: পাহাড়ী ঝোরার মতো উচ্ছল মেয়ে কাঞ্চি। পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের খেলা দেখিয়ে মনোরঞ্জন করাই তার পেশা। অন্যান্য পর্যটকদের মতো সেখানে সপরিবারে ঘুরতে আসে আকাশ। একটা রাত কাঞ্চির গ্রামে কাটিয়ে ফেরার সময় পাহাড়ি পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। আকাশের স্ত্রী পুনম গুরুতরভাবে জখম হয়। কাঞ্চি জানতে পেরে ছুটে যায়। পুনম, তাদের মেয়ে ইশ্বরীকে কাঞ্চির হাতে তুলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে দুর্ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যায় না আকাশেরও।
ছোট্ট ঈশ্বরীকে নিজের মেয়ের মত মানুষ করে কাঞ্চি। সময় বয়ে চলে। চার বছর পর ছোট্ট ইশ্বরীকে নিয়ে কলকাতায় আসে কাঞ্চি। পাহাড়ের পাকদন্ডী বেয়ে কলকাতা শহরে আকাশের বাড়ি খুঁজতে এসে নতুন কোন বিপদের সম্মুখীন হবে সহজ, সরল কাঞ্চি?
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন কথাকলি চক্রবর্তী। আকাশের ভূমিকায় দেখা যাবে ওমি মুখোপাধ্যায়কে। অন্যান্য চরিত্রে রয়েছেন সৌমী পাল, আরাধ্যা বিশ্বাস, তুলিকা বসু, ভরত কল, ভাস্বর চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত, তনুশ্রী ঘোষ, সায়ক চক্রবর্তী এবং আয়েশা ভট্টাচার্য। ধারাবাহিকটি পরিচালনা করছেন মনীষ ঘোষ।
সোম থেকে শনি রাত ৮টায় আকাশ আটের পর্দায় দেখা যাচ্ছে ‘কাঞ্চি’।