প্রকাশ্যে ‘ঝুমুর’ গান, এক আদিবাসী মেয়ের উপাখ্যান

RBN Web Desk: বাংলা গানের জগতে ঝুমুর লোকগীতি হিসেবে জনপ্রিয় সে কবে থেকেই। ঝুমুর বলতে এই বাংলার মাটির একটি বিশেষ অঞ্চল মূর্ত হয়ে ওঠে। হালফিলের হিপহপ গানের জোয়ারে সেসব প্রায় লুপ্তপ্রায় বললে অত্যুক্তি হবে না। তবে বরুণ দাসের পরিচালনায় নতুন রূপ পেয়েছে ‘ঝুমুর’ (Jhumur)। এই ‘ঝুমুর’ এক আদিবাসী মেয়ের উপাখ্যান। তার লড়াইয়ের গল্প। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেয়েছে এই ছবির গান।

ছবির সঙ্গীত আয়োজন করেছেন অশোক ভদ্র। তাঁর দক্ষতায় আরও একবার মাটির গান মূর্ত হয়ে উঠেছে।

ছবির গানগুলি জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই। কারণ গানে মিশে আছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য আর মাটির টান।  গানগুলিতে লোকছন্দের সঙ্গে সমসাময়িক প্রেক্ষাপট জড়িয়ে গিয়েছে ওতপ্রোতভাবে যা শ্রোতাদের শুধু আনন্দই দেয় না, মাটির গন্ধ মাখা নস্টালজিয়ায় ভেসে যেতেও সাহায্য করে। ছবির ক্ষেত্রে গান ও আবহ বেশ গুরুত্বপূর্ণ।‌ ভালো গল্প, চিত্রনাট্য শুধু যে অভিনয় গুণেই মানুষের মন ছুঁয়ে যায় তা নয়। একটা ছবিকে স্বয়ংসম্পূর্ণ হতে অনেকটাই সাহায্য করে গান।

আরও পড়ুন: রক্তস্রোতের সঙ্গে মিশল স্যাটায়ার

‘ঝুমুর’ ছবিতে গান গেয়েছেন সুজয় ভৌমিক, অন্বেষা দত্তগুপ্ত, কল্পনা পাটোয়ারী, পৌষালী বন্দ্যোপাধ্যায় ও মধুরা ভট্টাচার্য। গানের কথা দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। ছবির তিনটে গানই নিখুঁতভাবে বুনেছেন অশোক। ‌

নারীর লড়াই বা উত্থান নিয়ে অনেক ছবি আছে হলিউডে, হিন্দিতে বা বাংলায়। কিন্তু এই ছবি আদ্যোপান্ত এক প্রান্তিক নারী ঝুমুর মুর্মুর কথা বলবে। দেখাবে তার মধ্যে মা দুর্গার প্রতিফলন।

আরও পড়ুন: ‘আশিকি ৩’ ছাড়লেন তৃপ্তি দিমরি

বরুণ জানালেন, “এই ছবির চিত্রনাট্য আমাকে শুরু থেকে আকর্ষণ করেছিল প্রথম থেকেই। শুধু তাই নয় এই ছবির সুবাদে ইন্ডাস্ট্রির অনেক জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অনেক নতুন মুখ উঠে এসেছে। সব থেকে বড় কথা হল এ ছবি মাটির গল্প বলবে।”

১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ঝুমুর’।

Anurag Kashyap

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *