মৃন্ময়, প্রত্যুষা, রজতাভ, সোনালীর ‘খাঁচা’
RBN Web Desk: তাঁর আগের ছবি ছিল সাহিত্যনির্ভর ‘ও অভাগী’। এবার সাহিত্যের গণ্ডি ছেড়ে বেরিয়ে নিজের প্রথম মূলধারার বাণিজ্যিক ছবি ‘খাঁচা’ নিয়ে আসছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। তবে ‘খাঁচা’ শুধুমাত্র বিনোদন দেবে না। থাকবে সমাজের জন্য বিশেষ বার্তাও, এমনটাই দাবি করছেন পরিচালক। ছবির বিভিন্ন ভূমিকায় থাকবেন মৃন্ময় দাস (Mrinmoy Das), প্রত্যুষা পাল (Pratyusha Pal), রজতাভ দত্ত (Rajatava Duttta), সোনালী চৌধুরী, মীর আফসার আলি, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অরুণাভ দত্ত ও নবাগতা পূজা চট্টোপাধ্যায়।
ছবির গল্প নারী পাচারচক্রের ঘৃণ্য কার্যকলাপ নিয়ে। আপাতশান্ত টিয়াবন গ্রামের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের আড়ালে চলছে এক গভীর ষড়যন্ত্র। গত তিরিশ বছর ধরে লেবার ট্রান্সপোর্ট ব্যবসার নামে নিঃশব্দে নারী পাচারের মতো জঘন্য কাজ করে চলেছে এক চক্র। সেই চক্রের মাথা এই গ্রামেরই নামী ব্যবসায়ী বিশ্বম্ভর বিশ্বাস এবং তার স্ত্রী মীনাক্ষী দেবী, ওরফে মামা এবং মামি।
আরও পড়ুন: চেনাশোনা জানার মাঝে লঘু রহস্য
কমলেশ এই গ্রামেরই এক হতভাগ্য পরিবারের ছেলে। তার দিদিকে ছোটবেলায় তুলে নিয়ে গিয়েছিল ওই মামি এবং তার লোকজন। বয়স কম হওয়ায় কমলেশ তখন কিছুই করতে পারেনি। তার মা পুলিশে খবর দেওয়ায় কিছুদিন পর তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেয় মামার গুন্ডারা। কমলেশ আজও তার দিদিকে খুঁজে চলে। কিন্তু এতবড় এক চক্রের সঙ্গে কীভাবে লড়বে সে? গল্পের প্রত্যেক বাঁকে থাকবে রোমহর্ষক দ্বন্দ্ব ও ধর্ম-অধর্মের লড়াই।
ছবির কাহিনি ও চিত্রনাট্যও অনির্বাণের। তিনি জানালেন, “আমার আগের ছবি সমালোচকদের প্রশংসা পেলেও আমি কোনও নির্দিষ্ট সীমায় আটকে থাকতে চাইনি। সিনেমা মানেই বিনোদন, আর সেই মাধ্যমকে সঙ্গে নিয়েই নতুন দর্শকের কাছে পৌঁছতে চাই।”
আরও পড়ুন: মশলা ছবি নিজ গৌরবে হাজির
প্রবল গরমের মধ্যে ছবির শুটিং হয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়ায়। আবার শীতকালে দার্জিলিং ও কালিম্পংয়েও হয়েছে শুটিং।
ছবির প্রসঙ্গে জনপ্রিয় ইউটিউবার মৃন্ময় বললেন, “এখন আমি ইউটিউবার হলেও আমার বরাবরের ইচ্ছা ছিল ছবির নায়ক হওয়ার। মূলধারার বাণিজ্যিক ছবিতে নায়ক হওয়া মুখের কথা নয়। তার জন্য সঠিক সুযোগের অপেক্ষায় থাকতে হয়। এছাড়াও দরকার হয় সঠিক প্রস্তুতি এবং সঠিক মানুষের সঙ্গে যোগাযোগের। ইউটিউবে কনটেন্ট তৈরি আমার পেশা হলেও নায়ক হওয়া আমার কাছে স্বপ্নের মতো।”
ছবির চিত্রগ্রহণ করেছেন মলয় মণ্ডল। সঙ্গীত পরিচালনা করেছেন মৌসুমী চট্টোপাধ্যায় এবং অমিত।
এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘খাঁচা’।