হাঁচলেই বিপদ, তবে সব হাঁচি খারাপ না
RBN Web Desk: বর্তমানে যা পরিস্থিতি তাতে আচমকা আশেপাশে কেউ হেঁচে উঠলে বাকি সবাই প্রায় রে-রে করে উঠছে। বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই হাঁচি নিয়ে একটি মিম খুব জনপ্রিয় হয়। মিমের বক্তব্য খানিক এইরূপ যে আগে বাড়ি থেকে বেরোনোর সময় কেউ হাঁচলে তাঁকে দাঁড়িয়ে যেতে বলা হতো আর এখন তাকে বেরোনোর দরজাটা দেখিয়ে দেওয়া হয়। এমনকি সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিতেও এরকম একটি দৃশ্য ছিল। সান্ধ্যভ্রমণে বেরোনোর সময় জনৈক পথচারী হেঁচে ফেললে কেতাদুরস্ত রায়বাহাদুর ইন্দ্রনাথ রায় তাঁর স্ত্রী লাবন্যকে দঁড়িয়ে যেতে বলেন।
কিন্তু পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের দাবি, সব হাঁচি খারাপ নয়। বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে গোটা বিশ্বে লকডাউন। এমতাবস্থায় একটি পরিবারের একজন সদস্য বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ হেঁচে ফেলেন। এই হাঁচির শব্দে আতঙ্কিত এবং স্তম্ভিত হয়ে যায় তার পরিবার। কী হয় এরপর?
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
হাঁচি নিয়ে হাহাকারময় পরিস্থিতিতে ইন্দ্রনীল বানিয়েছেন তার নতুন ছবি ‘হ্যাচ্ছো’। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে অভিনয় করেছেন দেবপ্রিয়া চক্রবর্তী, রাজীব বিশ্বাস, সুবীর বিশ্বাস, গৌতম চক্রবর্তী, সৌনক রায়, তুহিন দাশগুপ্ত, দেবস্মিতা চক্রবর্তী ও প্রদীপ মাইতি। লকডাউনের সমস্ত নিয়ম মেনেই হয়েছে এই ছবির শুটিং।