দ্বিতীয় সিজ়নে মন্টুর সঙ্গে এবার বহ্নি
RBN Web Desk: ছিল ভ্রমর আর মন্টুর গল্প। এবার সেখানেই আগমন ঘটতে চলেছে বহ্নির। কে এই বহ্নি, কী তার পরিচয়, মন্টুর সঙ্গে তার সম্পর্কই বা কী, এই সবকিছু জানা যাবে পরিচালক দেবালয় ভট্টাচার্যের সিরিজ় ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজ়নে। অভিনয়ে রয়েছেন সৌরভ দাস, রফিয়াত রশিদ মিথিলা, চান্দ্রেয়ী ঘোষ ও অলিভিয়া সরকার।
প্রথম সিজ়নের বিপুল জনপ্রিয়তার পর দর্শকের চাহিদায় তিনি দ্বিতীয় সিজ়ন লিখতে শুরু করেন, দাবি দেবালয়ের।
“মন্টুর তো প্রথম সিজ়নেই মরে যাওয়ার কথা ছিল,” বললেন দেবালয়। “কিন্তু শেষ দিন শ্যুটিংয়ে রাত তিনটেয় বৃষ্টির জল শেষ হয়ে যাওয়ায় মন্টু বেঁচে যায়। সে এক অদ্ভুত ব্যাপার। মন্টুর দ্বিতীয় সিজ়ন আসবে আমিও জানতাম না। এই চরিত্রটাকে মানুষ এত ভালোবাসবে এটা আমরা কেউই ভাবিনি। আসলে মন্টুর মত একটা চরিত্রকে দ্বিতীয়বার ফিরিয়ে আনা খুব কঠিন। কিন্তু লিখতে গিয়ে আমি বুঝেছি মন্টুর ফিরে আসাটা জরুরি ছিল।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
আগের সিজ়নের মতো এবারেও সিরিজ়ের নামভূমিকায় থাকছেন সৌরভ। তিনি জানালেন, “যখন একটা নতুন চরিত্রের ব্যাপারে জানতে পারি, তখন মনের ভেতর একটা চাপা উত্তেজনা থাকেই। দেবালয়দা প্রথম থেকেই আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, কারণ এরকম কাজ বাংলায় আগে হয়নি। প্রথম সিজ়নের শ্যুটিং শেষ হওয়ার আগে আমার খুব গভীরভাবে এটা মনে হয়েছিল যে মন্টুর চরিত্রটা হয়তো আজকের গল্পে মরে যাবে, কিন্তু মানুষের মনে সে বেঁচে থাকবে। সেটা আমি দেবালয়দাকে বলেছিলাম। সেই কথাটা কিন্তু মিলে গেছে। দর্শক বারবার চেয়েছে মন্টু ফিরে আসুক।”
প্রথমবার কোনও ভারতীয় সিরিজ়ে অভিনয় করতে চলেছেন মিথিলা। তাঁর চরিত্রের নাম বহ্নি।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
মন্টুর গল্পে নিজেকে মানিয়ে নেওয়া কতটা কঠিন ছিল?
মিথিলা জানালেন, “ওটাই সবচেয়ে বেশি চাপ ছিল। জানি না দর্শক আমাকে কীভাবে নেবেন। দেবালয় আমাকে চরিত্রটা সম্পর্কে বিশেষ কিছু বলেনি। কাজটা করতে গিয়ে আমি যেভাবে বহ্নিকে বুঝেছি সেভাবেই করেছি। দেবালয় চিত্রনাট্য ধরে কাজ করে না। তাই আগে থেকে ভেবে রাখারও কোনও ব্যাপার থাকে না। যা কিছু করার কাজের সময়েই করতে হয়। এই চরিত্রটায় এত লড়াই আর কষ্ট জমে রয়েছে যে হাসার কোনও জায়গাই নেই। আগাগোড়া সিরিয়াস একটা চরিত্র।”
বাংলাদেশে প্রচুর মানুষ এই সিজ়নের জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানালেন মিথিলা।
আজ হইচইতে মুক্তি পেয়েছে ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজ়ন।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়