হল কম পাওয়ায় অনেকে ছবিটা দেখতে পেলেন না: উজ্জ্বল
RBN Web Desk: প্রযোজকদের টাকা ফেরত দেওয়ার জন্য যে পরিমাণ প্রেক্ষাগৃহের প্রয়োজন ছিল, তা তারা শুরু থেকেই পাননি বলে জানালেন ‘দুধপিঠের গাছ’ ছবির পরিচালক উজ্জ্বল বসু। দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে পুজোর মুখে ২১ অক্টোবর একসঙ্গে মুক্তি পায় একাধিক বাংলা ছবি। তাই প্রেক্ষাগৃহ নিয়ে সমস্যা ছিলই। কম বাজেটের ছবির পক্ষে তাই লড়াইয়ে টিকে থাকা কঠিন বলেই ধরে নেওয়া হয়েছিল। তাও সেই সমস্ত সংশয় কাটিয়ে তৃতীয় সপ্তাহে নন্দন প্রেক্ষাগৃহে ‘দুধপিঠের গাছ’ এর প্রদর্শন প্রমাণ করল তথাকথিত তারকা শিল্পীদের ছাড়াই একটি ছবি এখনও দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম।
উজ্জ্বল রেডিওবাংলানেট-কে জানালেন, “প্রথম সপ্তাহে ছবিটা নন্দনে এলে অনেকের সুবিধা হতো। যারা কলকাতার একটু বাইরে থাকেন, অনেকের পক্ষেই লেক মলে গিয়ে ছবি দেখা সম্ভব ছিল না। বহু মানুষ ছবিটা দেখতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, অথচ হাতে গোনা কয়েকটি শো ছাড়া ‘দুধপিঠের গাছ’ কলকাতায় দেখার আর কোনও উপায় ছিল না।” তবে নন্দনে নতুন করে শো শুরু হওয়ায় তৃতীয় সপ্তাহেও বহু মানুষ ছবি দেখতে আসছেন বলে জানালেন উজ্জ্বল।
নদীয়ার আড়ংঘাটা গ্রামের মানুষের প্রযোজনায় তৈরি হয়েছে ‘দুধপিঠের গাছ’। প্রযোজকরা তাঁদের লগ্নি ফেরত পাচ্ছেন কি? “নন্দন ২ এমনিও ছোট হল, তার ওপর এই পরিস্থিতিতে একটা করে সিট ছেড়ে বসার কারণে খুবই কম দর্শক ছবিটি দেখতে পাচ্ছেন। তাছাড়া সরকারি হলে টিকিটের দামও অনেক কম। শুরু থেকে যে পরিমাণ হল পেলে প্রযোজকদের টাকা ফেরত দিতে পারতাম তা আমরা পাইনি। অল্প কয়েকটা হলে শো চালিয়ে সেটা সম্ভব ছিল না। তবে অনেকদূর থেকে মানুষ ছবিটা দেখতে আসছেন এবং তাঁদের ভালো লাগছে এটাই আমাদের কাছে তৃপ্তি,” বললেন উজ্জ্বল।