এবারও বন্ধ উত্তমকুমারের বাড়ি
RBN Web Desk: ভ্যাকসিন প্রয়োগে গতি এলেও দেশে করোনার প্রকোপ এখনও কমেনি। তাই গত বছরের মতো এবারও উত্তমকুমারের প্রয়াণ দিবসে বন্ধ থাকবে তাঁর ভবানীপুরের বাড়ি। প্রতি বছর ২৪ জুলাই বহু মানুষ উত্তমকুমারকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি যান।
উত্তমকুমারের নাতি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে জনসাধারণ যাতে তাঁকে প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে পারেন, সেই জন্য প্রতি বছর ওই দিনে তাঁদের বাড়ির একটা ঘর খুলে দেওয়া হয়। তবে গত বছর ছিল ব্যতিক্রম। কোভিডের দ্বিতীয় ঢেউ থেকে রাজ্য এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি। তাই পরিবারের তরফ থেকে এবারও সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর কোনও বন্দোবস্ত রাখা হচ্ছে না।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এদিকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ ছবিতে অভিনয় করছেন গৌরব। পুজোয় মুক্তি পেতে পারে ছবিটি।