অলৌকিক, না বিক্রমের অতীত?
RBN Web Desk: ফের জুটি বাঁধলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়। নতুন ধারাবাহিক ‘লালকুঠি’তে দেখা যাবে তাঁদের। এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রে রয়েছেন তনুকা চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, হৃতজিৎ চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, রূপম মন্ডল, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, শুভজিৎ কর, প্রিয়ম চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য, সুতীর্থ সাহা, সোহন বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা কপিলেশ্বরী ও পায়েল দত্ত।
‘লালকুঠি’র প্রোমো সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল দর্শকমহলে। এবার সামনে এল ধারাবাহিকের গল্প। রহস্য এবং অলৌকিক, দুটোই বাঙালির ভীষণ প্রিয় বিষয়। ইতিমধ্যেই প্রোমোতে দেখতে পাওয়া রুকমার ভয়াবহ অভিজ্ঞতা মুগ্ধ করেছে দর্শককে। তথাকথিত পারিবারিক সম্পর্কের গল্পের বাইরে গিয়ে নতুন কাহিনি বলবে ‘লালকুঠি’, দাবি নির্মাতাদের।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ধারাবাহিকটির গল্প কী নিয়ে?
সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের মেয়ে অনামিকা দস্তিদার (রুক্মা) বিদেশ থেকে জুয়েলারি ডিজ়াইনিংয়ের কোর্স করে দেশে ফেরে। এরপরই তার সঙ্গে গঙ্গার ঘাটে বিক্রম রায়চৌধুরীর (রাহুল) দেখা হয়। প্রথম সাক্ষাৎ সুখকর না হলেও, পরবর্তীকালে পারিবারিক উদ্যোগে রায়চৌধুরীদের ব্যবসায় জড়িয়ে পড়ে অনামিকা। পরবর্তীকালে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় বিক্রম-অনামিকা।
বিক্রমের সঙ্গে বিয়ের পর রায়চৌধুরীদের বাড়ি লালকুঠিতে পা দেয় অনামিকা। তারপর থেকেই শুরু হতে থাকে সমস্যা। অনামিকা উপলব্ধি করে কোনও এক অজনা রহস্য রয়েছে এই বাড়িতে। তার সঙ্গে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তবে কি লালকুঠির কোনও অলৌকিক ইতিহাস রয়েছে? নাকি এর সঙ্গে জড়িত আছে বিক্রমের অতীত?
শুভেন্দু চক্রবর্তীর পরিচালনায় ২ মে থেকে জ়ি বাংলায় দেখা যাবে ‘লালকুঠি’।