ইরাবতী হয়ে ফিরছেন মনামী ঘোষ
RBN Web Desk: টেলিভিশনে ফিরতে চলেছেন মনামী ঘোষ । একটি নতুন ধারাবাহিকের নামভূমিকায় দেখা যাবে তাকে। ধারাবাহিকের নাম ইরাবতীর চুপকথা। একেবারে প্রধান চরিত্রে তিনি।
সুত্রের খবর অনুযায়ী নতুন এই ধারাবাহিকের মূল চরিত্র ইরাবতী মিত্র। তিনি একজন চাকুরিজীবী মহিলা। পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্ববান ইরাবতী। সবার ভালোমন্দের কথা ভাবে। পরিবারের সবার যত্ন নেয়। এতসব দায়িত্ব পালন করতে গিয়েই নিজের প্রতি আর নজর দেওয়া হয়নি তার। বয়স পেরিয়ে গেছে ৩২ বছর, এখনও অবিবাহিত। এখান থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে। ইরাবতী কি খুঁজে পাবে তার মনের মানুষ? তা পেলেও, তারপর কি নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারবে ইরাবতী?
আমার মাতৃভাব দেখে অবাক হয়েছিলেন উত্তমকুমার: চপল ভাদুড়ি
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মনামী। বেশ কয়েকটি হিট সিরিয়াল তার ঝুলিতে, যার মধ্যে সাতকাহন, বিন্নি ধানের খই, পুণ্যি পুকুর ও সোনার হরিণ উল্লেখযোগ্য। এর মধ্যে বিন্নি ধানের খই সুপারহিট। তার অভিনীত চরিত্র মোহর খুবই ভলো লেগেছিল দর্শকের।
ইরাবতীর চুপকথা-এর সাথে একই চ্যানেলে শুরু হতে চলেছে আরেকটি ধারাবাহিক বাজল তোমার আলোর বেণু। এটিও একটি সাধারণ মেয়ের গল্প।
আফশোষ, উত্তমদাকে নিয়ে ছবি করতে পারলাম না: অপর্ণা সেন
মনামী সম্প্রতি সংবাদমাধ্যমকে বললেন, সেই একঘেয়ে শাশুড়ি-বৌমার গল্প নয় ইরাবতীর চুপকথা। সেটা হলে আমি এই ধারাবাহিকে অভিনয় করতাম না। গল্পে ইরাবতীর পরিবার হঠাৎ একদিন জানতে পারবে, যে বাড়িতে তারা এত বছর বসবাস করে এসেছ, সেই বাড়িটা তাদের নয়। ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করবে আমার অভিনীত চরিত্রটি, জানালেন মনামী।