আফশোষ, উত্তমদাকে নিয়ে ছবি করতে পারলাম না: অপর্ণা সেন

RBN Web Desk: একসাথে অভিনীত ছবির সংখ্যা ১৪। এর মধ্যে বেশ কয়েকটি বড় হিট। কিন্তু তাও একটা আফশোষ রয়ে গেছে অপর্ণা সেন-এর। নিজের পরিচালনায় উত্তমকুমারকে নিয়ে কোনও ছবি করা হয়নি তার।

সম্প্রতি এক উত্তমকুমার-স্মরণ অনুষ্ঠানে এসে অপর্ণা বলেন, “আমি যখন অভিনয় জগতে আসি, উত্তমদা তখন মধ্যগগনে। সমস্ত বড় পরিচালকের সাথে কাজ করে ফেলেছেন। আমার তখন অল্পবয়স। ছবির খুব একটা কিছু বুঝতাম না। পরিচালক যা বলতেন, তাই করতাম।”

একটুও যদি আনন্দ দিতে পারি, সেই জন্যই কাজ করে যাই: সৌমিত্র

পরিচালক হিসেবে অপর্ণার প্রথম ছবি ৩৬ চৌরঙ্গী লেন মুক্তি পায় ১৯৮১ সালের ২৯ আগস্ট। তার এক বছর আগেই মারা গিয়েছেন উত্তম।

“আরও কয়েক বছর যদি বেঁচে থাকতেন, তাহলে উত্তমদাকে নিয়ে নিশ্চয়ই ছবি করতাম। নতুন পরিচালকদের সবসময় উৎসাহ দিতেন উনি,” বললেন অপর্ণা।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry
31

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *