ওটিটিতে সোমরাজ-আয়ুষী-বনির ‘আম্রপালি’
RBN Web Desk: ওটিটিতেই মুক্তি পেতে চলেছে রাজা চন্দর পরবর্তী ছবি ‘আম্রপালি’। রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সোমরাজ মাইতি. আয়ুষী তালুকদার ও বনি সেনগুপ্ত। এছাড়া একটি বিশেষ চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়।
ছবির কাহিনী রাজনীতিকে কেন্দ্র করে আবর্তিত। সোমরাজের বাবা চান তার ছেলে গ্রামে গিয়ে রাজনীতির ভিত মজবুত করুক। ছেলেকে সঠিক পথে এগিয়ে দিতে চান তিনি। গ্রামের আম্রপালি গাছের নার্সারিকে নিয়ে এগোবে ছবির গল্প। এর সঙ্গে আয়ুষীকে ঘিরে তিনজনের মধ্যে গড়ে উঠবে এক ত্রিকোণ প্রেমের সম্পর্ক। পরিচালকের দাবি, বনিকে এই ছবিতে দেখা যাবে একেবারে অন্য ধরণের একটি চরিত্রে।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
বাস্তব জীবনের জুটি সোমরাজ ও আয়ুষী এই প্রথমবার কোনও ছবিতে একসঙ্গে অভিনয় করলেন। গতবছর ছবির অধিকাংশ শুটিং হয়েছে বোলপুরে। এছাড়া ছবির গানের দৃশ্য শুট করা হয়েছে মন্দারমণির সমুদ্র সৈকতে।
জ়ি ফাইভ এবং জ়ি বাংলা প্ল্যাটফর্মে আর কিছুদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে ‘আম্রপালি’।