শেষ হলো ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর শ্যুটিং
RBN Web Desk: খবর ছিল আগেই। গতকাল শেষ হলো ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর অন্তিম পর্বের শ্যুটিং। ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে শার্লি মোদক, সৌভিক বন্দ্যোপাধ্যায় ও রত্না ঘোষালকে।
সংবাদমাধ্যমকে অপরাজিতা জানিয়েছেন যে ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে খুশি নন তিনি। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ অনেকরকম রং ছিল। সেভাবে যদি ভাবা যেত তাহলে তাহলে ধারাবাহিকটি আরও কিছুদিন চলত বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: মেরি-গো-রাউন্ডে ফেলুদা, বিভ্রান্ত দর্শক
বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও চুটিয়ে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। নানা চরিত্রে দেখা গেছে তাঁকে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলি হলো ‘এক আকাশের নীচে’, ‘জল নূপুর’, ‘চোখের তারা তুই’, ‘পুন্যি পুকুর’ ও ‘গানের ওপারে’। মৈনাক ভৌমিক পরিচালিত ‘একান্নবর্তী’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।