তদন্তে নামলেন প্রজ্ঞাপারমিতা, মুক্তি পেল ট্রেলার

কলকাতা: টিজ়ার মুক্তি পেয়েছিল আগেই। লাফিয়ে বাড়ছে তার হিটের সংখ্যা। অরিন্দম শীলের পরিচালনায়, সুচিত্রা ভট্টাচার্যর কাহিনী ‘হাতে মাত্র তিনটে দিন’ অবলম্বনে মিতিনমাসি সিরিজ়ের প্রথম ছবি আসছে এই পুজোয়। গতকাল শহরে মুক্তি পেল ‘মিতিন মাসি’র ট্রেলার। অনুষ্ঠানে অরিন্দম ছাড়াও উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, শুভ্রজিৎ দত্ত, রিয়া বণিক এবং ছবির সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।

গোয়েন্দা প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় ওরফে মিতিনমাসির চরিত্রে অভিনয় করছেন কোয়েল। তিনি জানালেন, “২০০২ সালে একটি পূজাবার্ষিকী সংখ্যায় আমি প্রথম মিতিনমাসির একটা গল্প পড়ি। সেটার নাম ছিল ‘সারান্ডার শয়তান’। কোনওদিনই ভাবিনি যে মিতিনমাসিকে নিয়ে ছবি হলে আমি সেই চরিত্রে অভিনয় করব। আমার কাছে এই চরিত্রে অভিনয় করাটা স্বপ্নপূরণের মতো।”

আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই

উপন্যাসের মিতিন ক্যারাটে কুংফুতে সিদ্ধহস্ত। তাই এই ছবির জন্য কোয়েলকে নিতে হয়েছে মার্শাল আর্টসের প্রশিক্ষণও। “এই প্রথম এ ধরণের চরিত্রে আমার অভিনয় করার সুযোগ হলো। তার জন্যে যত রকমের প্রশিক্ষণ নেওয়া দরকার সবটাই নিয়েছি,” জানালেন কোয়েল।

অরিন্দমের ছবিতে মিতিনের স্বামী পার্থমেসোর চরিত্রে দেখা যাবে শুভ্রজিৎকে। তাঁর অভিনীত চরিত্রটি সম্পর্কে শুভ্রজিৎ বললেন, “পার্থ সবসময় মিতিনকে ভীষণভাবে সহায়তা করে। মিতিন কোনও বিপদে পড়লে সেখান থেকে ঠিক বেরিয়ে আসবে, এই বিশ্বাস পার্থর আছে। বর্তমানে আমাদের সমাজেও প্রত্যেক স্বামীর উচিত তাঁর স্ত্রীকে সহায়তা করা।” এর আগে অরিন্দমের পরিচালনায় ‘শবর’  সিরিজ়ের তিনটি ছবিতে অভিনয় করেছেন শুভ্রজিৎ। 

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

‘মিতিন মাসি’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আবহ সঙ্গীত। সেই দায়িত্ব সামলাচ্ছেন বিক্রম ঘোষ। “‘মিতিন মাসি’র সঙ্গীত এবং আবহ সঙ্গীত নিয়ে দীর্ঘদিন চিন্তাভাবনা করেছি,” জানালেন বিক্রম। “যেহেতু মহিলা গোয়েন্দা নিয়ে গল্প, তাই প্রথমে ভেবেছিলাম সেতার বা সরোদ ব্যবহার করব। কিন্তু তা না করে শুধু ইলেক্ট্রনিক আবহ ব্যবহার করি এই ছবির ক্ষেত্রে।”

কলকাতার বিভিন্ন স্থান উঠে আসবে ছবিতে। জানা যাবে শহরের পার্সি সম্প্রদায়ের কথাও। তবে মিতিন-পার্থর ছেলে বুমবুম থাকছে না এই গল্পে। একটি বিশেষ ভূমিকায় রয়েছেন হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠক।

২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মিতিন মাসি’।

ছবি: সবুজ দাস

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *