শ্রীচৈতন্যের ভার কি এবার তিগমাংশুর হাতে?
RBN Web Desk: আবারও পরিচালক বদল। তবে এবার মুম্বইয়ের সফল পরিচালক তিগমাংশু ধুলিয়ার (Tigmanshu Dhulia) নাম বাংলা ছবি নির্মাণের ক্ষেত্রে শোনা যাচ্ছে। গতবছর প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন যে তাঁর পূর্বপরিকল্পিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) আর পরিচালনা করছেন না। অন্য পরিচালক শীঘ্রই কাজ শুরু করবেন।
প্রায় একবছর যাবত সৃজিত এই ছবিটি করছেন বলেই ইন্ডাস্ট্রিতে খবর ছিল। সৃজিতই ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন। এমনকী শ্রীচৈতন্যর ভূমিকায় যিশু সেনগুপ্তের (Jisshu Sengupta) বদলে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee) নিতে চান বলে জানিয়েছিলেন। এমন ঘোষণায় যিশুর ভক্তরা মর্মাহত হন। বহুবছর আগে ‘মহাপ্রভু’ ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করে দারুণ জনপ্রিয় হয়েছিলেন যিশু।
আরও পড়ুন: প্রচারে অনুপস্থিত দীপিকা
এরপর সৃজিত এবং যিশুর সম্পর্কে চিড় ধরে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। গতবছর রানার এই ঘোষণার পরে সৃজিত এবং যিশুর সম্পর্কের বরফ গলে। সৃজিতের শেষ ‘দশম অবতার’-এ অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেন যিশু। কিন্তু শ্রীচৈতন্যকে নিয়ে ছবিটি থেকে তাঁকে কেন সরানো হলো, সে বিষয়ে রানা বা সৃজিত কেউই মুখ খোলেননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিগমাংশুর সঙ্গে রানা একটি ছবি পোস্ট করেছেন। রানা জানিয়েছেন, ছবি নিয়ে নানা কথা হয়েছে তিগমাংশুর সঙ্গে। যদিও কোন ছবি নিয়ে, সে কথা তিনি বলতে চাননি। ওয়াকিবহাল মহলের ধারণা, দু’বছর ধরে আটকে থাকা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি তিগমাংশুই পরিচালনা করতে চলেছেন। কারণ এত বড় স্কেলে একটি ছবি পরিচালনার জন্য যথেষ্ট মুন্সিয়ানা প্রয়োজন এবং গোটা ভারতেও এই ছবির ভালো ব্যবসা করতে পারে।
আরও পড়ুন: পিছোল ফেলুদা সিরিজ়ের শ্যুটিং
ছবির মুখ্য চরিত্রে কারা অভিনয় করবেন এখনও স্থির হয়নি। তবে গতবছর রানা জানিয়েছিলেন নটী বিনোদিনীর চরিত্রে থাকবেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। তাঁর লুকও সেই সময় প্রকাশ করেছিলেন তিনি। অন্যদিকে গিরিশ ঘোষের চরিত্রে ব্রাত্য বসুর (Bratya Basu) থাকার কথাও সে সময় ঘোষণা করা হয়েছিল।
‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে চিন্তা ভাবনা অনেকদূর এগিয়েছে বলেই ধরে নেওয়া যায়। এখন কোন সারথি ছবির রথকে এগিয়ে নিয়ে যান সেটাই দেখার।
ছবি: আউটলুক ইন্ডিয়া