হাত মেলালেন সৃজিত-দেব, এবার কি তবে সিরাজদ্দৌলা?
RBN Web Desk: ‘হিন্দি-চিনি ভাই-ভাই’। ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ সমাপ্তির পর এই বাক্যটি খুব শোনা যেত। কিছুদিন আগেই দেব ও সৃজিত মুখোপাধ্যায়ের ঠান্ডা লড়াই নিয়ে ব্রেকিং নিউজ় হয়েছে। সেই লড়াইয়ের মিটমাট হয়ে অবশেষে বড় খবর আসতে চলেছে। একই ফ্র্যাঞ্চাইজ়ির একই কাহিনি নিয়ে কাজ করবেন দুজনেই, অথচ সে কাজ একসঙ্গে হতে হতেও হলো না।
বছরের শুরুতেই শোনা গিয়েছিল পরিচালক সৃজিত ব্যোমকেশ বক্সী সিরিজ়ের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘দুর্গরহস্য’ নিয়ে কাজ করতে চলেছেন। এর পরপরই দেবের প্রযোজনা সংস্থা থেকে ‘দুর্গরহস্য’ আসছে বলে ঘোষণা করা হয়। দুইয়ে-দুইয়ে চার করে অনেকেই তখন ধরে নিয়েছিলেন যে সৃজিতের পরিচালনায় আবারও কাজ করবেন দেব। তখনই সৃজিত টুইট করে জানালেন এই ‘দুর্গরহস্য’-এর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। পরে জানা গেল দেবের প্রযোজনায় সেই ছবি পরিচালনা করবেন বিরসা দাসগুপ্ত।
আরও পড়ুন: বীণা দাসের চরিত্রে দিতিপ্রিয়া?
এখানেই শেষ নয়। বরং সমস্যার শুরু বলা চলে। কিছুদিনের মধ্যেই জানা গেল সৃজিতও একই গল্প নিয়ে কাজ করতে চলেছেন, তবে তা ওয়েব সিরিজ়ে। সেখানে অভিনয় করবেন গত কয়েক সিজনের চেনা ব্যোমকেশ, অনির্বাণ ভট্টাচার্য। সৃজিত শুরু থেকেই ‘দুর্গরহস্য নিজের শর্তে’ হ্যাশট্যাগ দিয়ে শুটিং সংক্রান্ত যাবতীয় ছবি পোস্ট করতে শুরু করেন। মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড দু’জায়গায় দুই টিমেরই শ্যুটিং লোকেশন পছন্দ হয় এবং দু’পক্ষই একই লোকেশনে আগে-পরে শ্যুট করে।
এরপর দেব সম্প্রতি তাঁর ছবির খবর দিতে গিয়ে লেখেন, তাঁদের কোনও শর্ত নেই। বলা বাহুল্য এই লাইনটি সৃজিতকে কটাক্ষ করেই লেখা। তবু পায়ে পা লাগিয়ে ঝগড়ার মধ্যেই হঠাৎ সৃজিত ও বিরসার একসঙ্গে ছবি দেখা যায় কোনও একটি পার্টিতে। সৃজিত সেই ছবিটি পোস্ট করে লেখেন ‘দ্য দুর্গ বয়েজ়’। এরপরেও একই দিনে পোস্টার ও টিজ়ার প্রকাশ করে দু’পক্ষই বিনা যুদ্ধে জমি না ছাড়ার ইঙ্গিত দেন।
আরও পড়ুন: যাদু-নস্যি নিয়ে কমেডি ছবি
কিন্তু গতকাল সন্ধ্যায় হঠাৎই সকলকে চমকে দিয়ে দেবের প্রযোজনা সংস্থার তরফে তাদের অফিসে তোলা দেব ও সৃজিতের ছবি দিয়ে জানানো হয় ‘অবশেষে সব ফাইনাল’। একই ছবি দিয়ে সৃজিত নিজের পোস্টে লিখেছেন ‘খেলা হবে’। অর্থাৎ বড় খবর আসছে। এর আগে সৃজিতের ‘জুলফিকর’ ছবিতে অভিনয় করেছেন দেব। কালকের পোস্ট করা একটি ছবিতে রুক্মিনীকেও (মৈত্র) দেখা গেছে। আন্দাজ করা যেতে পারে তিনজনের মধ্যে সব মিটমাট হয়েছে।
আরও পড়ুন: “আর ভালো লাগছে না”
এবার কি তবে পূর্ব পরিকল্পিত সিরাজদ্দৌলাকে নিয়ে ছবির কাজ শুরু করতে চলেছেন সৃজিত? এর আগে, ২০১৮ সালে ছবিটি করার কথা ঘোষণা করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তবে পরবর্তীতে শোনা যায় ছবিটি করবেন সৃজিত। কিন্তু জুনের শুরুর দিকে দেব জানিয়ে দেন তিনি সিরাজ করছেন না। তবে কি এবার সব বিরোধের নিষ্পত্তি হয়ে কাজ শুরু হতে চলেছে? আন্দাজ করা হচ্ছে তেমনটাই, বাকিটা সময় বলবে।
ছবি: RBN আর্কাইভ