পুজোয় আসছে মেগা-সিরিজ় ‘বাঁড়ুজ্যে ফ্যামিলি’
RBN Web Series: সিরিজ়ের বদলে এবার মেগা-সিরিজ়। এই সিরিজ়ে প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে একটি করে মজাদার এপিসোড দেখানো হবে। সিরিজ়টি চলবে কয়েক মাস ধরে, নাম ‘বাঁড়ুজ্যে ফ্যামিলি’ (Barujjye Family)। পর্বগুলি পরিচালনা করেছেন সুমাল্য ভট্টাচার্য। অভিনয়ে রয়েছেন রোহিত মুখোপাধ্যায় (Rohit Mukherjee), সুদীপা বসু (Sudipa Basu), দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারী, ঋ সেন (Rii), স্বর্ণকমল জোয়ারদার, অমৃতা দেবনাথ ও প্রেক্ষা সাহা।
সিরিজ়ের কাহিনি দক্ষিণ কলকাতার ব্যানার্জি পরিবারকে কেন্দ্র করে। একই অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাটে থাকে এই পরিবারের সদস্যরা। একটি ফ্ল্যাটে থাকেন বিধান এবং কল্যানী বাঁড়ুজ্যে, এরা ৩৪ বছরের বিবাহিত দম্পতি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত কল্যানী রাশভারী স্বভাবের। কিন্তু বিধান অ্যাকশনধর্মী সিনেমা দেখতে ভালোবাসেন। তিনি বেশ কিপটেও, আবার মুখের কোনও আগল নেই পরিবারের সবচেয়ে বয়স্ক এই ব্যক্তির। অন্য ফ্ল্যাটে থাকে এদের বড়ছেলে অরুণ, তার স্ত্রী সিমরন ও তাদের দশ বছরের মেয়ে। অরুণ কর্পোরেট জগতে চাকরি করে। সে এই পরিবারের একমাত্র বিচক্ষণ ব্যক্তি। সিমরন গোঁড়া পাঞ্জাবি পরিবারের মেয়ে। কল্যাণীর সঙ্গে সিমরনের মানসিক ও সাংস্কৃতিক পার্থক্যের জেরে বাড়িতে সারাদিন নানান নাটকের সৃষ্টি হয়। অরুণ সিমরনের মেয়ের নাম গুরকিরণ। বাড়ির সকলের প্রিয় হলেও কল্যানী তার পাঞ্জাবি নামের কারণে মাঝেমধ্যেই অসন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: পরিবারের নতুন সদস্য জয়দীপ
এছাড়াও কল্যানীদের সঙ্গে থাকে তাদের ছোট ছেলে বরুণ বা ব্যারি। সে আবার মায়ের বিশেষ প্রিয়। সে নিজেকে র্যাপার বলে পরিচয় দিলেও বাড়ির কেউ তাকে বিশেষ পাত্তা দেয় না। ব্যানার্জি পরিবারের গল্প এই কয়েকজন সদস্য এবং রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। প্রতিদিন একটি সমস্যা দিয়ে শুরু হবে গল্প যা কমেডির মাধ্যমে দর্শকদের কাছে উপস্থাপন করা হবে।
“কেরিয়ারের শুরুতেই এমন চমৎকার কাস্টের সঙ্গে কাজ করতে পারা সত্যি সৌভাগ্যের ব্যাপার। গল্পটা ভীষণ মজার, সুদীপাদির সঙ্গে শাশুড়ি-বউয়ের দৃশ্যগুলো দারুণ! আমার অভিনীত চরিত্রটা একজন প্রাণবন্ত পাঞ্জাবি মেয়ের। আশা করছি দর্শকের ভালো লাগবে,” বললেন শ্বেতা।
(বাঁদিক থেকে) স্বর্ণকমল, রোহিত, সুদীপা
দীপাঞ্জন জানালেন, এই পাগলাটে পরিবার নানা মজাদার সমস্যায় জড়িয়ে পড়ে যার সমাধান আবার নতুন করে হাসির উদ্রেক করবে। “সুদীপাদির সঙ্গে মঞ্চে আমি অভিনয় করেছি। বাকি সকলের সঙ্গেই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। শ্বেতার সঙ্গে আমার রসায়নও দর্শকের ভালো লাগবে। সকলে মিলে এই সিরিজ়ে খুব মজা করে কাজ করেছি,” বললেন দীপাঞ্জন।
রোহিত জানালেন, “আমার অভিনীত চরিত্র বিধান ব্যানার্জি বাড়ির কর্তা হলেও কঠিন স্বভাবের স্ত্রীর ভয়ে সারাক্ষণ তটস্থ হয়ে থাকে। খুব মজাদার গল্প। বহুবছর ধরে সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করার সুবাদে এটা বলতে পারি যে কমেডি এমন একটি ঘরানা যা সব দর্শকের কাছেই ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়। সুদীপা এবং অন্যান্যদের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাই সকলেই খুব আনন্দ করে কাজ করেছি।”
আরও পড়ুন: ১৪ বছর পর প্রিয়দর্শনের ছবিতে অক্ষয় কুমার
সিরিজ় প্রসঙ্গে সুমাল্য জানালেন, “আমাদের সকলের জীবনেই রয়েছে নানারকম সমস্যা। এই সবের মাঝে আমরা অনেক সময় হাসতে ভুলে যাই। এই সিরিজ় দর্শকের জীবনে সেই হাস্যরস আর আনন্দদায়ক মুহূর্তকে ফিরিয়ে আনবে। সমস্ত চাপ ও টেনশন ভুলে গিয়ে হাসতে-হাসতে গড়িয়ে পড়বে সকলে, এমনই এক গল্প নিয়ে তৈরি।”
সিরিজ়ের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। চিত্রগ্রহণে আছেন সুব্রত মল্লিক। সম্পাদনা করেছেন কৌস্তুভ সরকার। সুর সংযোজন করেছেন প্রাঞ্জল।
অক্টোবরে ক্লিক ডিজিটাল মাধ্যমে দেখা যাবে ‘বাঁড়ুজ্যে ফ্যমিলি’।