১৪ বছর পর প্রিয়দর্শনের ছবিতে অক্ষয় কুমার
RBN Web Desk: শোনা গিয়েছিল জুটিতে কিঞ্চিৎ টান পড়েছে, তাই একসঙ্গে ছবি করা বন্ধ করে দেন তাঁরা। তবে দীর্ঘ ১৪ বছর পর আবারও জুটি বাঁধছেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) ও পরিচালক প্রিয়দর্শন (Priyadarshan)। আজ নিজের জন্মদিনে আগামী ছবির একটি মোশন পোষ্টার দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়ে এ কথা জানিয়েছেন অক্ষয়। ছবির নাম ‘ভূত বাংলা’ (Bhoot Bangla)।
এর আগে দর্শকদের একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছে এই জুটি। ‘ভুলভুলাইয়া’ (Bhool Bhulaiyaa), ‘ভাগম ভাগ’ (Bhagam Bhaag), ‘হেরা ফেরি’ (Hera Pheri), ‘দে দনা দন’ (De Dana Dan), ‘গরম মসালা’র (Garam Masala) মতো ব্লকবাস্টার ছবি করেছেন পরিচালক-অভিনেতা জুটি। দীর্ঘ বিরতির পর আরও একবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া মোশন পোস্টারে দেখা যাচ্ছে অক্ষয়ের হাতে দুধের বাটি, এবং কাঁধের ওপর একটি কালো বিড়াল। আন্দাজ করা যায় হরর-কমেডি গোত্রের হতে চলেছে ছবিটি।
আরও পড়ুন: ওয়েব সিরিজ়ে মহালয়া
শোনা যাচ্ছে এ বছরের শেষের দিকে শুরু হবে ছবির শুটিং। ছবিতে থাকতে পারেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘স্ত্রী ২’ (Stree 2) এর পোস্ট-ক্রেডিট দৃশ্যে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে অক্ষয়কে। ওই দৃশ্য থেকে আন্দাজ করা যায় আগামীদিনে ‘স্ত্রী’ মাল্টিভার্সের কোনও ছবিতে তাঁকে দেখা যাবে খলচরিত্রে।
তবে তার আগেই আসবে প্রিয়দর্শনের এই মজাদার ভুতুড়ে ছবি। ২০২৫-এ মুক্তি পাবে ‘ভূত বাংলা’।