সমাজের দুই স্তরের সংঘাত, আসছে বিরসার ‘মাফিয়া’
RBN Web Desk: জঙ্গলের মধ্যে বিলাসবহুল বাংলোয় এক মনস্তাত্বিক খেলায় মেতে ওঠে কয়েকজন বন্ধু। খেলার নিয়মমাফিক একজন আর একজনকে মেরে ফেলে, তারপর তার কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক গোপনীয় তথ্য। এই সবই যদিও ঘটে খেলার মধ্যে, তবে খেলার জটিলতায় নিজেদের মধ্যে সম্পর্ক জটিল হয়ে ওঠে, নষ্ট হয় বন্ধুত্ব।
জঙ্গলের প্রেক্ষাপটে ছয় বন্ধুর মারণখেলা নিয়ে আসছে পরিচালক বিরসা দাশগুপ্তর সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ় ‘মাফিয়া’। হিন্দী ও বাংলা দুই ভাষাতেই নির্মিত এই সিরিজ়ে অভিনয় করেছেন ইশা সাহা, নমিত দাস, অনিন্দিতা বসু, ঋদ্ধিমা ঘোষ, অঙ্কিতা চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়, তন্ময় ধানানিয়া, মধুরিমা রায়, সৌরভ সারস্বত ও শৈলী ভট্টাচার্য।
‘মাফিয়া’ একটি গেমের নাম। ট্রুথ-ডেয়ার গোত্রের এই গেমে উঠে আসে সঙ্গীদের ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি। একই কলেজের ছয় সহপাঠীকে নিয়ে গল্প। বিত্তশালী পরিবারের ছয় বন্ধু বেড়াতে যায় জঙ্গলে। দীর্ঘ ছ’বছর পর আবার তারা মিলিত হয় সেই একই বাড়িতে। রিইউনিয়নের উদ্দেশ্যে এলেও এবার অনেকেরই জীবনে এসেছে নতুন সঙ্গী। সকলে মিলে আবারও সেই ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে। উঠে আসে অনেক অজানা কথা। সম্পর্কের তিক্ততার মাঝেই খুন হয় একজন। সন্দেহের তীর ঘুরতে থাকে সকলকে লক্ষ্য করেই।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
উত্তরবঙ্গের গরুমারা এলাকায় গতবছর শুটিং হয়েছে এই ‘মাফিয়া’র। বিরসা রেডিওবাংলানেট-কে জানালেন, “গেমের ওপরে গিয়েও গল্পটার একটা রাজনৈতিক বক্তব্য আছে। থাকছে সমাজের দুই স্তরের মানুষের মধ্যে স্পষ্ট ভেদাভেদের বাস্তব চিত্র। বিত্তবান শহুরে বিলাসিতার থেকে অবধারিতভাবে জন্ম নেয় ব্র্যান্ডেড জামাকাপড় পরা, নেশা করা, অবাধ যৌনতা ও দুহাতে টাকা ওড়ানোর মানসিকতা। স্বভাবতই টাকার অহংকারে মাটিতে পা থাকে না এদের। এর ঠিক উল্টোদিকে থাকে গ্রাম্য পরিবেশে নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জেদী মানসিকতা।”
দুই প্রান্তের মানুষ মুখোমুখি হলে সংঘাত অবধারিত। সেটাই ‘মাফিয়া’র মূল বক্তব্য।
এই সিরিজ়ের কাহিনীকার রোহন ঘোষ ও অরিত্র সেন। চিত্রগ্রহণের দায়িত্বে গৈরিক সরকার, সম্পাদনা করেছেন সুমিত চৌধুরী।
১০ জুলাই জ়ি ফাইভে মুক্তি পেতে চলেছে দ্বিভাষিক এই ওয়েব সিরিজ়।