টানা আটবার শুনেছিলাম ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’: চিরঞ্জিত
কলকাতা: কিশোর কুমারের গাওয়া ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ গানটির টেপ প্রথম হাতে পাওয়ার পর, টানা আটবার সেটা শুনেছিলেন তিনি, এমনটাই জানালেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, বাপি লাহিড়ীর সুরে, ১৯৮৫ সালে চিরঞ্জিত ও মুনমুন সেন অভিনীত ‘অন্তরালে’ ছবিতে ব্যবহৃত হয় এই গানটি।
সম্প্রতি শহরে কিশোর স্মরণে এক অনুষ্ঠানে চিরঞ্জিত জানালেন, “আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। ১৯৮৪ সালে ‘শত্রু’ সবে হিট করেছে। ‘অন্তরালে’ ছবির কাজ শুরু হবে। একদিন সেই ছবির পরিচালক শান্তনু মিত্র এসে বললেন, ‘দাদা, তোমার জন্য কিশোরের গাওয়া একটা গান রেকর্ড করে আনলাম।’ গানটা তখনও মিক্সিং হয়নি। আমার মত একজন অতি সাধারণ অভিনেতা যে সবে মাত্র কয়েকটা ছবি করেছে, তার জন্য কিশোর কুমার প্লেব্যাক করেছেন! এটা ভেবেই খুব অবাক লেগেছিল। গানটা এত ভালো লেগে গিয়েছিল যে টেপ আগুপিছু করে টানা আটবার শুনেছিলাম সেটা।”
আরও পড়ুন: এবার মার্কিন মুলুকে দৃষ্টিহীন চিত্রকরের কাহিনী
আশির দশকে কিশোরের গাওয়া অন্যতম সুপারহিট গান ছিল ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’। ছবিটিও দারুণ জনপ্রিয় হয়।
কিশোরের সঙ্গে প্রথম সাক্ষাতের কথাও জানালেন চিরঞ্জিত। “তখন ‘গায়ক’ ছবিতে কাজ করছি আমি আর অমিত কুমার। এই ছবির একটা অংশের শ্যুটিং হয়েছিল অমিতদের বাড়িতে। একদিন শ্যুটিং চলাকালীন গুনগুন করে ‘দিনের শেষে ঘুমের দেশে’ গানটি গাইতে গাইতে বাড়ি ফিরলেন কিশোর। সেদিন ওই গানটিই তিনি রেকর্ড করেছিলেন একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের জন্য। আমার সঙ্গে পরিচিত হওয়ার পর আমাকে মুম্বই (তখন বম্বে) গিয়ে হিন্দী ছবিতে কাজ করতে বলেন। সামান্যই কথাবার্তা হয়েছিল সেদিন,” স্মৃতি হাতড়ে বললেন চিরঞ্জিত।