শুধুই কী তিনটে দিনের ভালোবাসা? প্রতিমের ট্রেলারে মিলছে অন্য ইঙ্গিত

কলকাতা: এই গল্প দুটি চরিত্রের। এই গল্প অভিষেক-তাপসী, অভিরূপ-তৃপ্তি আর অভিজিৎ-তৃণার। এই গল্প ভালোবাসার। আবার এই গল্প কল্কিরও। এই গল্প ‘লাভ আজ কাল পরশু’র। পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। অভিনয়ে আছেন অর্জুন চক্রবর্তী, মধুমিতা সরকার, পাওলি দাম, অনিন্দিতা বোস, অনির্বাণ চক্রবর্তী ও অভিজিৎ গুহ। সম্প্রতি শহরে ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।

দুটি চরিত্র ছবিতে তিনটি আলাদা গল্পে ঘুরে ফিরে আসে বিভিন্ন নাম নিয়ে। তাদের একে অন্যের প্রতি প্রেম শুধু একরকম থেকে যায়। পাল্টে যায় গল্পের প্রেক্ষাপট, পাল্টে যায় তারিখ। তবে সব গল্পই থাকে কল্কির নিয়ন্ত্রণে। কল্কিকে এই ছবির মূল চালিকা শক্তি বলা চলে, কিংবা নির্দেশক। সে যেমন চাইবে বাকি চরিত্ররা সেভাবেই চলবে।

‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’-এর পর প্রতিমের এবারের ছবির বিষয় প্রেম। কিন্তু শুধুই কি প্রেম? ট্রেলার সে কথা বলছে না। “দুটি চরিত্রকে নিয়ে এক চিরন্তন ভালোবাসার কথা বলা হয়েছে ছবিতে,” ছবি সম্পর্কে বলতে গিয়ে রেডিওবাংলানেট-কে জানালেন প্রতিম। “এভাবেও বলা যায় যে দুটো মানুষকে নিয়ে যা খুশি খেলা করিয়ে নেওয়া যায়। কিন্তু যদি সেই দুজন মানুষ একে অপরকে ভালোবাসতে শুরু করে, তাহলে সেটা আটকানো যায় কী? আসলে এই গল্পটা একেবারেই অন্যধরণের। তিনটে দিনের গল্পও বলা যেতে পারে। ভালোবাসার চিরকালীন রূপকে বোঝাতে চেয়েছি বলেই ছবির নাম রেখেছি ‘লাভ আজ কাল পরশু’।”

আরও পড়ুন: তাশি গাঁওয়ে একদিন

ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন অনিন্দিতা। তিনি জানালেন, “আমার চরিত্রের নাম লীনা। এই চরিত্রটির মাধ্যমে দর্শক ছবির কাহিনী সম্পর্কে একটা ধারণা করতে পারবেন। ছবিতে লীনা একটা জায়গায় গেছে। সেই জায়গাটা কীভাবে চলে, কী করতে হয় এইসব বোঝানো হবে। সেখান থেকেই গল্পের আসল উদ্দেশ্যটা কিছুটা স্পষ্ট হবে এটুকু বলতে পারি।” প্রতিমের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো বলে জানালেন অনিন্দিতা।

‘লাভ আজ কাল পরশু’তে কল্কির চরিত্রে দেখা যাবে পাওলিকে। উচ্ছসিত পাওলি জানালেন, “এরকম একটা চরিত্র আগে কখনও করিনি। প্রতিমের রোমান্টিক ছবি মানে তো আর সাধারণ প্রেমের ছবি হবে না। নানারকম টুইস্ট থাকবেই। যখন গল্পটা শুনেছিলাম বুঝতে পারছিলাম না ঠিক কীভাবে রিঅ্যাক্ট করব।”

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

প্রতিমের সঙ্গে এর আগে চারটি ছবিতে কাজ করেছেন পাওলি। “তবুও এই ছবিটা করার আগে একটু চিন্তিত ছিলাম কারণ দর্শকরা আগে আমাকে এরকম চরিত্রে দেখেননি। তাই তাঁরা কীভাবে নেবেন সেটা তো জানি না,” বললেন তিনি। “ছবিতে একটা গেম রয়েছে। আমাকে সেই গেমের রিংমাস্টার বলা যায়। কল্কির হাতে কলিযুগের অবসান ঘটবে এ তো সবাই জানে। গল্পটাও কিছুটা সেরকমই। তবে এটা অবশ্যই বলা যায় যে ‘লাভ আজ কাল পরশু’ একটা অন্যরকম ভালোবাসার ছবি, যেটা এই প্রজন্মের ভালো লাগবে।”

এই প্রথম একসঙ্গে কাজ করলেন মধুমিতা ও অর্জুন। মধুমিতার এটাই বড় পর্দায় প্রথম কাজ। এর আগে একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। “এই গল্পে প্রেম ছাড়া কিছুটা থ্রিলিং ব্যাপারও আছে। তবে প্রেমটাই মুখ্য,” দাবি অর্জুনের। মধুমিতা বললেন, “যাই হয়ে যাক, প্রেমটা কিন্তু ভাঙছে না। সেটাই এই ছবির আসল কথা।”

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

ছবির গান লিখেছেন প্রসেন মুখোপাধ্যায়, গেয়েছেন নিকিতা গান্ধী ও দেব অরিজিৎ। সুর দিয়েছেন অরিন্দম চট্টোপাধ্যায়। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমায় নতুন করে পাবো বলে’ গানটি থাকছে সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

অনুষ্ঠানে ছবির ‘শুনে নে’ গানটি গেয়ে শোনালেন নিকিতা ও দেব।

১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘লাভ আজ কাল পরশু’।

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *