নিখোঁজ সন্তানের খোঁজে অরিন্দমের ‘অন্তর্ধান’

কলকাতা: হিমাচলের একটা ছোট্ট শহরে ভিজ়িটিং প্রফেসর হিসেবে আসে অনির্বাণ। সঙ্গী তাঁর স্ত্রী তনুশ্রী ও ১২-১৩ বছরের মেয়ে জ়িনিয়া। দিল্লীনিবাসী এই পরিবারের নতুন জায়গায় এসে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। এরই মধ্যে একদিন জ়িনিয়া তার বন্ধুদের সঙ্গে এক্সকার্শনে যাওয়ার বায়না করে। বাবা মায়ের মত না থাকায় এই নিয়ে কিছুটা মনোমালিন্য হয় বাড়িতে। তবে পরে রাজিও হয় দুজনে। কিন্তু সেই এক্সকার্শন থেকে জ়িনিয়া আর বাড়ি ফিরে আসে না। অনির্বাণ-তনুশ্রীর নিখোঁজ সন্তানের রহস্যের কিনারা করতে তদন্তে নামে পুলিশ।

‘ফ্ল্যাট নং 609’-এর পর আবারও থ্রিলারে ফিরলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য । তাঁর পরবর্তী ছবি ‘অন্তর্ধান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী ও মোহর চৌধুরী। আজ শহরে মুক্তি পেল ছবির টিজ়ার।

প্রথমবার এক মধ্যবয়স্ক বাবার চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। যদিও এ ব্যাপারে তিনি খুব একটা চিন্তিত নন। “আমার আসল বয়সটার থেকে একটু বেশি ভেবে নিতে হয়েছে এই যা,” বললেন পরমব্রত। “আগেকার দিনে বেশি বয়সী চরিত্রে কেউ অভিনয় করতে চাইত না টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয়ে। এখন সেরকম কোনও ব্যাপার নেই। তবে ছবির গল্পটা বেশ অন্যরকম। এক বাবা মায়ের সন্তান হারিয়ে গেলে যে অবস্থা হয়—সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে দিন কাটানো—আর এই মেয়েটি হারিয়ে যাওয়ার পিছনে যে রহস্য, ছবিতে এই দুটো একসঙ্গে চলে।”

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

ছবি সম্পর্কে তনুশ্রী রেডিওবাংলানেট-কে জানালেন, “আমার চরিত্রটা একজন গৃহবধূর। বেড়াতে গিয়ে মেয়ে বাড়ি না ফিরলে মায়ের যে অবস্থাটা হয়, সেটা বুঝে নিতে হয়েছে এই চরিত্রে অভিনয় করার আগে। অরিন্দমদার সঙ্গে আগেও কাজ করেছি, তাই এই টিমটা আমার খুব পছন্দের। তবে এই চরিত্রের বয়সটা বা তার গাম্ভীর্যটা আমার বাস্তব বয়সের চেয়ে কিছুটা বেশি। আমি আর পরম তাই কথা বলে নিয়েছিলাম, যে এটা ধরে নিতে হবে আমাদের বয়স কিছুটা বেড়ে গিয়েছে। তারপরে ক্যামেরার সামনে সেটা ফুটিয়ে তুলতে সমস্যা হয়নি। তাছাড়া অরিন্দমদা সেটে সবাইকেই যথেষ্ট স্বাধীনতা দেন। তাই খুব আনন্দ করে কাজ করা যায়। সিমলায় মাইনাস ডিগ্রি ঠান্ডায়, বরফের মধ্যে কাজ করেছি আমরা। সেই অভিজ্ঞতাটাও দারুণ।”

তাঁর প্রথম ছবি ‘অন্তর্লীন’-এর পটভূমি ছিল সিমলা-কসোলি। ‘অন্তর্ধান’-এও সেই সিমলায় ফেরা নিয়ে অরিন্দম বললেন, “যেহেতু আমি ওখানেই থাকি তাই চেনা জায়গায় কাজটা করতে খুব সুবিধা হয়। আর আউটডোর লোকেশনে শুটিং করার একটা বড় সুবিধা হলো শিল্পীদের সবাইকে একসঙ্গে পাওয়া যায়। কাজটা খুব গুছিয়ে করা যায়।”

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

ছবিতে অনির্বাণ-তনুশ্রীর প্রতিবেশী মিসেস রায়ের চরিত্রে দেখা যাবে মমতা শংকরকে। ইনভেস্টিগেটিং অফিসার নীলাদ্রি সেনের ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত। অনির্বাণের এক ডাক্তার বন্ধুর চরিত্রে রয়েছেন সুজন মুখোপাধ্যায় এবং স্থানীয় বিধায়কের ভূমিকায় আছেন হর্ষ ছায়া।   

১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘অন্তর্ধান’।

ছবি: গার্গী মজুমদার

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *