স্মরণে কিংবদন্তি, কোভিড মোকাবিলায় ‘সৌমিত্র’

RBN Web Desk: ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম ও বিধায়ক দেবাশিস কুমারের উদ্যোগে এবার কলকাতায় শুরু হতে চলেছে একটি অস্থায়ী কোভিড চিকিৎসাকেন্দ্র। অতিমারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর বেশ কিছু রাজ্যের সঙ্গে বাংলার অবস্থাও বেসামাল। গতবছরের তুলনায় সংক্রমণ ও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন সকালে চেনা পরিচিত মানুষের মৃত্যুসংবাদে মন ভারাক্রান্ত হয়ে উঠছে সকলেরই। এই অবস্থায় সরকারী ছাড়াও বেসরকারী ও ব্যক্তিগত উদ্যোগে নানা জায়গায় সেফ হোম ও কোভিড চিকিৎসাকেন্দ্র গড়ে তুলতে হাত বাড়িয়ে দিয়েছেন বাংলা বিনোদন জগতের তারকারা।

এবার আর্টিস্টস ফোরামের উদ্যোগে দক্ষিণ কলকাতায় শুরু হতে চলেছে কোভিড চিকিৎসকেন্দ্র। সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে এই উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘সৌমিত্র’। দীর্ঘদিন ফোরামের সভাপতি ছিলেন তিনি। স্বল্প সংখ্যক বেড নিয়ে শুরু করা এই চিকিৎসকেন্দ্রে থাকছে কোভিড সংক্রান্ত সুচিকিৎসার ব্যবস্থা। ২৫টি শয্যাবিশিষ্ট এই অস্থায়ী কেন্দ্রে থাকছে অক্সিজেন পরিষেবা। অভিজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসার সবরকম ওষুধের ব্যবস্থাও থাকবে এখানে।

আরও পড়ুন: থাকছেন না দিতিপ্রিয়া, জানালেন নিজেই

কলকাতা পৌরসভার ওয়ার্ড নম্বর ৮৯ ও ৯৩-এর অধিবাসী ছাড়াও আর্টিস্টস ফোরামের যে কোনও সদস্য, কলাকুশলী ও তাঁদের নিকটাত্মীয়রা শুধুমাত্র কোভিড চিকিৎসার জন্য এখানে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে স্বাস্থ্যদপ্তরকে অবগত করতে হবে নিজেদের উদ্যোগে। ভর্তির সময় আধার কার্ড ও কোভিড পজ়িটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক।




আর্টিস্টস ফোরাম জানিয়েছে এই কেন্দ্রটি কখনওই হাসপাতালের পরিপূরক নয়। করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলাকালীন প্রয়োজনীয় ন্যূনতম চিকিৎসা দিতে সক্ষম এই কেন্দ্রটি। কোনও বিশেষ বা জটিল চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া সম্ভব নয়। এই কেন্দ্রের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

আগামীকাল থেকে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স সংলগ্ন এলাকায় এই চিকিৎসকেন্দ্রটি পরিষেবা দেওয়া শুরু করবে। 

ছবি: গার্গী মজুমদার



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *