সাইকোলজিক্যাল থ্রিলারে দ্বৈত সত্ত্বার খোঁজ

RBN Web Desk: বই প্রকাশ অনুষ্ঠানে প্রখ্যাত এক লেখকের স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল পরের জন্মেও তিনি লেখককে স্বামী হিসেবে পেতে চান কিনা। উত্তরে তিনি জানিয়েছিলেন, লেখকের স্ত্রী হওয়ার অনেক বিড়ম্বনা। স্বামী-স্ত্রী সম্পর্কে থেকে যা মেনে নেওয়া খুব কঠিন। তার চেয়ে বরং তিনি তার ‘মিউজ়’ হবেন।

অংশুমান বন্দোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ় ‘লার্জ পেগ’-এর গল্প আবর্তিত হয়েছে এক প্রখ্যাত লেখকের জীবনচরিত নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজ়ের বিষয় হলো মনের আড়ালে লুকিয়ে থাকা মনস্তত্ত্ব । আর পাঁচটা সাধারণ মানুষের চেয়ে একজন শিল্পীর মনন, চিন্তন ঠিক কতটা আলাদা, তা বাইরে থেকে বোঝা কঠিন। শিল্পীর যে অনিশ্চিত, অস্বাভাবিক জীবন তাঁর সৃষ্টির আকর, স্থায়ী জীবনে অভ্যস্ত মানুষের চোখে তাই বিকৃত। বয়স অনুসারে সাধারণ মানুষের জীবনে যা-যা ঘটা স্বাভাবিক, তা একজন শিল্পীর জীবনে স্বাভাবিক নাও হতে পারে।

আরও পড়ুন: গড়ে তোলা হবে সিনে মিউজ়িয়ম, ঘোষণা মমতার

‘লার্জ পেগ’-এ তুলে ধরা হয়েছে এমনই এক লেখকের গল্প যার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক নারীর জীবন। লেখকের জীবনে, লেখায় রয়েছে সেইসব নারীদের প্রভাব। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে মুক্তি পেল ‘লার্জ পেগ’-এর ট্রেলার। উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও কলাকুশলীরা।

সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। শিল্পীদের জীবনে কিছু জিনিস অধরা থেকেই যায়, আর সেই অতৃপ্ত মনই যেন তার শিল্পসত্ত্বাকে বাঁচিয়ে রাখে। প্রখ্যাত সেই লেখক দেবাঞ্জনের চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য। দেবাঞ্জনের স্ত্রীর চরিত্রে রয়েছেন সায়ন্তনী গুহঠাকুরতা।

আরও পড়ুন: শিক্ষিকার ভূমিকায় অর্পিতা, প্রেক্ষাগৃহে আগামী মাসে

“মন এমন একটি সূক্ষ্ম জিনিস, তাকে যত কম নাড়াচাড়া করা হয় ততই ভালো। শিল্পীদের কিন্তু মন নিয়েই কাজ করতে হয়, তাই তাঁদের মনের খিদেটা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি,” বললেন অনিন্দ্য।

মানুষের মনের বিভিন্ন স্তর এবং তার ভিত্তিতে প্রতিনিয়ত পাল্টে যাওয়া দৃষ্টিভঙ্গি, চাহিদা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করার মতো বিষয় ওটিটি প্লাটফর্মে খুব একটা দেখা যায় না। সেই দিক থেকে এই সিরিজ়টি আর পাঁচটা সাইকোলজিকাল থ্রিলারের থেকে আলাদা বলেই মনে করেন অংশুমান । যে কোনও মানুষেরই দুটি সত্ত্বা থাকে। একটি প্রকট, যা উপর থেকে দেখা যায়। অন্যটি প্রচ্ছন্ন, যা মনের অন্তরালে বাসা বাঁধে।

“দুটি সত্ত্বার পছন্দ, রুচি, ভালোলাগা, মন্দলাগা আলাদা। বিশেষত শিল্পীদের ক্ষেত্রে তা ভীষণভাবে বাস্তব,” বললেন পরিচালক।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

‘লার্জ পেগ’-এর গুরুত্বপূর্ণ চরিত্র পত্রলেখার ভূমিকায় অভিনয় করেছেন সারা। পত্রলেখার মতোই সারাও প্রবাসী। আসামে বড় হয়ে ওঠা সারা জানালেন, “পত্রলেখা সাহিত্যপ্রেমী। দেবাঞ্জনের লেখার গুণমুগ্ধ পাঠক পত্রলেখার সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের যাত্রা শুরু।”

সারা, অনিন্দ্য, সায়ন্তনী ছাড়াও এই সিরিজ়ে অভিনয় করেছেন শ্রীতমা দে, পায়েল রায় ও আরও অনেকে। কাহিনী এবং চিত্রনাট্য লিখেছেন সৈকত ঘোষ ও প্রত্যুষা সরকার। সঙ্গীত নির্মাণের দায়িত্বে রয়েছেন শমীক কুন্ডু। চিত্রগ্রহণে রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।

ওয়েব সিরিজ়টি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *