শিক্ষিকার ভূমিকায় অর্পিতা, প্রেক্ষাগৃহে আগামী মাসে

RBN Web Desk: সায়েন্স কলেজের অধ্যাপক আর্যা। স্বামী সোমক ও বাকি সবাইকে নিয়ে তার ভরপুর সুখী সংসার। আর্যার ব্যাপারে সোমক খুবই যত্নশীল। দুজনের মধ্যে সম্পর্কও আদর্শ স্বামী-স্ত্রীর মতোই। হঠাৎ একদিন একটি দুর্ঘটনার মুখোমুখি হয় আর্যা। ঘটনাচক্রে তাকে ফিরে যেতে হয় অতীতে। কিশোর বয়সের বন্ধু ঋকের সঙ্গে তার দেখা হয়ে যায়, ফিরে আসে তাদের পুরোনো প্রেম। আর্যা ও সোমকের সম্পর্কে এই প্রেম কেমন প্রভাব ফেলবে? তিনজনের জীবন বাঁক নেবে কোনদিকে? মস্তিষ্ক ও হৃদয়ের লড়াইয়ে জিত হবে কার?

তিন বছর আগে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘সোয়েটার’। এরপর বেশ কয়েকটি ছবিতে হাত দিয়েছেন তিনি। দীর্ঘ লকডাউন ও করোনা অতিমারী পেরিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক শিলাদিত্য মৌলিকের দ্বিতীয় ছবি ‘হৃৎপিণ্ড’। এই ছবিতে আর্যার ভূমিকায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। সোমকের ভূমিকায় দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে ও ঋকের চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

‘হৃৎপিণ্ড’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনন্যা সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, অভি মিত্র, দীপান্বিতা হাজারী, সুব্রত গঙ্গোপাধ্যায় ও প্রদীপ চক্রবর্তী। ‘সোয়েটার’-এর পর এই ছবিতেও সঙ্গীতের দায়িত্ব সামলেছেন রণজয় ভট্টাচার্য।  

কলকাতা ও অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শ্যুটিং।

১৩ মে প্রেক্ষাগৃহে আসছে ‘হৃৎপিণ্ড’।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *