গড়ে তোলা হবে সিনে মিউজ়িয়ম, ঘোষণা মমতার

কলকাতা: শহরে একটি সিনে মিউজ়িয়ম গড়ে তোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আজ বিকেলে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন মমতা ও বিশিষ্ট অভিনেতা শত্রুঘ্ন সিংহ। শত্রুঘ্ন ছাড়াও উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, সন্দীপ রায়, মাধবী মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইন্দ্রাণী হালদার, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল, কোয়েল মল্লিক, সায়নী ঘোষ, মমতা শঙ্কর, বাবুল সুপ্রিয়, অজয় চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়রা।

করোনা অতিমারীর কারণে জানুয়ারি থেকে পিছিয়ে অবশেষে আজ চলচ্চিত্র উৎসবের সূচনা হলো।

এ বছর নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন ও নজরুল তীর্থ সহ মোট ১০টি প্রেক্ষাগৃহে ৪০টি দেশের ১৬৩টি ছবি দেখানো হবে। কোভিড বিধি শিথিল হওয়ায় এবারের উৎসবে প্রেক্ষাগৃহের সবক’টি সিটে বসেই দর্শকরা ছবি দেখতে পারবেন।

আরও পড়ুন: শিক্ষিকার ভূমিকায় অর্পিতা, প্রেক্ষাগৃহে আগামী মাসে

এ বছরের ফোকাস দেশ ফিনল্যান্ড। সেই দেশের সাতটি ছবি থাকছে উৎসবে। এ বছর সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত ও হাঙ্গেরীয় পরিচালক মিকলোশ য়ানচো-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রদর্শিত হতে চলেছে এঁদের বেশ কিছু ছবি। সত্যজিতের নানা সৃষ্টি নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন উৎসব কর্তৃপক্ষ। এছাড়া সদ্যপ্রয়াত সিনেমা ও সঙ্গীত জগতের রথী মহারথীদের উদ্দেশ্যেও শ্রদ্ধা জানিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এবারের উদ্বোধনী ছবি সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসবের সভাপতি রাজ চক্রবর্তী ও অন্যান্যরা। বক্তব্য রাখতে এসে শত্রুঘ্ন জানান পুনে ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে জড়িত তাঁর স্মৃতি ও সেই সূত্রে উঠে আসে সত্যজিৎ, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের কথা।

আরও পড়ুন: ফেটে চৌচির চশমার কাচ, ঠোঁটে রক্ত নিয়ে জঙ্গলমহলে কমলেশ্বর

সন্দীপ জানান, সত্যজিতের নানা সৃষ্টিকে আবারও দর্শকের সামনে নিয়ে আসার জন্য  তিনি এবং রায় পরিবার উৎসব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

তাঁর বক্তব্য রাখতে গিয়ে মমতা জানান, টেকনিশিয়ন্স স্টুডিওকে সরকারি সাহায্য দিয়ে নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে। এবার থেকে চলচ্চিত্র শতবর্ষ ভবনে নিয়মিত ছবি দেখানো হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সিনেমা যেহেতু একটি সংগঠিত ও ব্যবসায়িক ইন্ডাস্ট্রি তাই আগামী বছর থেকে বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটে সিনেমা ও টেলিভিশন জগতের প্রতিনিধিদের ডাকা হবে বলে জানান তিনি।

 উৎসব চলবে ১ মে পর্যন্ত।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *