বছরের শেষে দুই ফেলুদা?
কলকাতা: ডিসেম্বরে হতে পারে দুই ফেলুদার টক্কর। এরকমই এক সম্ভাবনা উস্কে দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের পরিচালনায় দু’বছর আগে তৈরি হয়ে গিয়েও মুক্তি পায়নি ‘যত কান্ড কাঠমান্ডুতে’ সিরিজ়টি। দর্শকের অপেক্ষা বদলে গেছে হতাশায়। অবশেষে আশার বাণী শোনালেন সৃজিত নিজেই। গতকাল শহরে তাঁর নতুন সিরিজ় ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র প্রথম টিজ়ার মুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সৃজিত জানালেন এ বছর শেষের দিকে আসতে পারে ‘যত কান্ড কাঠমান্ডুতে’।
এদিকে সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় সৃষ্টি ফেলুদাকে নিয়ে নতুন ছবি ‘হত্যাপুরী’র শ্যুটিং শুরু করতে চলেছেন সন্দীপ রায়। ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। তাই আশা করা যায় বছরের শেষে ফেলুদা দ্বৈরথ জমিয়ে দেবে এবারের শীতকাল।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
সৃজিতের ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র প্রথম সিজ়নে থাকছে ‘দার্জিলিং জমজমাট’। ফেলু, তোপসে ও জটায়ুর ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তী। এবারের গল্পটি ১৯৮৬ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে বলে জানালেন পরিচালক। ছবির শ্যুটিং হয়েছে দার্জিলিং ও চালসার কয়েকটি জায়গায়। এবারের সিজ়নেরও শীর্ষ সঙ্গীতে সুর করেছেন জয় সরকার। হইচই প্ল্যাটফর্মে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ আসতে চলেছে জুনে।
‘ফেলুদার গোয়েন্দাগিরি’র আনুষ্ঠানিক ঘোষণায় কল্পন, টোটা, অনির্বাণ, জয় ও সৃজিত
এর আগে ফেলু ও সত্যজিতের সৃষ্ট বৈজ্ঞানিক প্রোফেসর শঙ্কুকে নিয়ে একটি ছবি ঘোষণা করেছিলেন সন্দীপ। সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষে সেই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। পরে তা বাতিল করে ‘হত্যাপুরী’তে হাত দেন সন্দীপ।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
টোটা-কল্পন-অনির্বাণকে নিয়ে সৃজিতের পরিচালনায় সত্যজিতের ফেলুকাহিনী ‘ছিন্নমস্তার অভিশাপ’ সিরিজ়টি প্রবল জনপ্রিয় হয়। তাই প্রযোজনা সংস্থা বদলে গেলেও, পাল্টাচ্ছে না এই তিন অভিনেতা।
‘দার্জিলিং জমজমাট’-এর অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরুণ চন্দ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুব্রত দত্ত।
ছবি: গার্গী মজুমদার