শেষের পথে ‘আলোয় ভুবন ভরা’
RBN Web Desk: শেষ হতে চলেছে ধারাবাহিক ‘আলোয় ভুবন ভরা’। শীঘ্রই এই ধারাবাহিকের শেষ পর্বটি সম্প্রচারিত হবে। ১৫ এপ্রিল থেকে এই স্লটে শুরু হবে নতুন ধারাবাহিক ‘কনক কাঁকন’।
এক অ্যাসিড আক্রান্ত মেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছিল এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করতেন রোশনী ভট্টাচার্য। রোশনী এর আগে ‘প্রেমের কাহিনী’ ধারাবাহিকে অভিনয় করেছেন।
‘আলোয় ভুবন ভরা’ শুরু হওয়ার আগে অ্যাসিড আক্রান্তদের সাথে কথা বলে, তাঁদের জীবন সংগ্রাম সম্বন্ধে জেনেছিলেন রোশনী। ওয়ার্কশপও করেন নিজেকে প্রস্তুত করার জন্য।
রেহাই পেল না কোনও রঙই
তবে দর্শক মহলে রোশনীর অভিনয় প্রশংসিত হলেও, ধারাবাহিকটি সাপ্তাহিক টিআরপি তালিকায় খুব একটা ভালো ফর করতে পারেনি কখনওই।
রোশনী ছাড়াও এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ভরত কল ও দোলন রায়।