৩২ সপ্তাহ পর ছন্দপতন, নেমে গেল ‘কৃষ্ণকলি’
RBN Web Desk: টানা ৩২ সপ্তাহেরও বেশি সময় ধরে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ তালিকায় শীর্ষে থাকার পর নেমে গেল ‘কৃষ্ণকলি’। সেই স্থান দখল করে নিল ‘ত্রিনয়নী’। রেটিংয়ে ‘করুনাময়ী রাণী রাসমণি’কেও পেছনে ফেলে দিয়েছে ‘ত্রিনয়নী’। প্রথম ও তৃতীয় স্থানে থাকা ‘ত্রিনয়নী’ ও ‘কৃষ্ণকলি’ উভয় ধারাবাহিকেরই মূল গল্প আবর্তিত হয় গ্রামের শ্যামবর্ণ নায়িকার প্রতাপশালী বংশে বিয়ে হওয়া নিয়ে।
এই সপ্তাহে ‘ত্রিনয়নী’র প্রাপ্ত নম্বর ৯.৫। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা ‘করুনাময়ী রাণী রাসমণি’ (৮.৭) এবং তৃতীয় স্থানে থাকা ‘কৃষ্ণকলি’র (৮.৬) মধ্যে নম্বরের পার্থক্য মাত্র ০.১। তাই পরের সপ্তাহে এই দুই ধারাবাহিকের স্থান বদল হলেও হতে পারে। ‘ত্রিনয়নী’ ও ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দুটির রেটিং নিয়ে বিশেষজ্ঞদের ধারণা, গায়ের রং এবং গ্রামীণ প্রেক্ষাপটকেই তুরূপের তাস মনে করছে চ্যানেল ও প্রযোজনা সংস্থা, তাই বারংবার একই ধরণের গল্প ছিনিয়ে নিচ্ছে প্রথম স্থান।
আরও পড়ুন: স্মরণে ঋতুপর্ণ, এই প্রথম কোনও ভারতীয় ছবিকে রাষ্ট্রসংঘের অনুমোদন
তবে পরের সপ্তাহ থেকে জানা যাবে দুটি নতুন ধারাবাহিকের রেটিং। দুটি আলাদা চ্যানেলে শুরু হয়েছে ‘দুর্গা দুর্গেশ্বরী’ এবং ‘আলোছায়া’। এই সপ্তাহে অন্যান্য ধারাবাহিকগুলির পাশাপাশি এই দুটি নতুন ধারাবাহিকের টিআরপি ভালো হওয়ার কথা। ‘দুর্গা দুর্গেশ্বরী’তে দুগ্গার ভূমিকায় অভিনয় করছে ‘করুণাময়ী রাণী রাসমণি’র জগদম্বা ওরফে সম্পূর্ণা মন্ডল। অপরদিকে ‘আলোছায়া’র একটি মুখ্য চরিত্রে রয়েছেন ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত হিয়া দে।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১০টি ধারাবাহিক এরকম।
১. ‘ত্রিনয়নী’ (৯.৫)