টেলিভিশনে কি রকম কাজ পছন্দ, জানালেন অরুণিমা ঘোষ
RBN Web Desk: এই মুহূর্তে মেগা-ধারাবাহিকে কাজ করার কোনও ইচ্ছাই নেই, এমনটাই জানালেন অরুণিমা ঘোষ । ছোট পর্দায় একসময় চুটিয়ে অভিনয় করেছেন অরুণিমা।
সম্প্রতি সংবাদমাধ্যমকে অরুণিমা জানালেন, অমিতাভ ভট্টাচার্যর পরিচালনায় ১৭ই সেপ্টেম্বর নামক ছবির কাজ এখন ব্যস্ত তিনি। এই ছবিতে লাবন্য নামের এক চাকুরীরতা মহিলার চরিত্রে অভিনয় করছেন তিনি। তার স্বামীর ভূমিকায় আছেন সোহম চক্রবর্তী। এই দম্পতি তাদের নিজ নিজ কাজে এতটাই ব্যস্ত যে পরিবার পরিকল্পনা করার কোনও সময়ই নেই তাদের। এই রোমান্টিক কমেডি ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন পাপিয়া অধিকারী, অম্বরিশ ভট্টাচার্য ও অনিন্দিতা বসু। এছাড়াও অন্য আরেকটি ছবি নিয়ে কথাবার্তা চলছে, জানালেন অরুণিমা।
নায়ক শহর কলকাতা
তাহলে কি ছোট পর্দার কাজ একেবারেই করবেন না তিনি?
সীমিত পর্বের কোনও চরিত্র পেলে তবে টেলিভিশনে ফের কাজ করার কথা ভেবে দেখতে পারেন, জানালেন অরুণিমা।