পারিশ্রমিক বকেয়া ভূমিকন্যার শিল্পীদের, জমা পড়ল অভিযোগ
RBN Web Desk: প্রায় এক মাসেরও আগে সম্প্রচার শেষ হলেও, ভূমিকন্যা ধারাবাহিকের শিল্পীদের অনেকেরই বেতন বাকি, এমন অভিযোগই জমা পড়ল আর্টিস্ট ফোরামের দপ্তরে। রূপক সাহার তরিতা পুরাণ অবলম্বনে ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচারিত হয় গত বছর ৩০ জুলাই।
সূ্ত্রের দাবী, কারোর দু’মাসেরও পারিশ্রমিক বাকি এবং আর্টিস্ট ফোরামকে এ বিষেয় জানানোও হয়েছে। ফোরামের তরফে উদ্যোগ নিয়ে প্রযোজনা সংস্থা ও চ্যানলের সঙ্গে বৈঠক করলেও কোনও রফাসূত্র বেরোয়নি।
কিন্তু কেন পারিশ্রমিক বকেয়া পড়ল ভূমিকন্যার শিল্পীদের?
বাঙালি নস্টালজিয়ার সফল উদযাপন
শোনা যাচ্ছে, ভূমিকন্যা ধারাবাহিকটি প্রযোজনা করেছিলেন প্রযোজক-পরিচালক অরিন্দম শীলের সংস্থা। সম্প্রচার শুরুর সময় চ্যানেলের সঙ্গে ২০৯টি পর্বের চুক্তি হয়েছিল এই সংস্থার। কিন্তু ধারাবাহিকটির টিআরপি ক্রমশ কমতে থাকায়, ১৫৯টি পর্বের পরেই তড়িঘড়ি শেষ করে দেওয়া হয় ভূমিকন্যা। এরপরেই শুরু হয় সমস্যা। এপিসোড ব্যাঙ্ক তৈরি রাখতে আগাম বেশ কয়েকটি পর্বের শ্যুটিং সেরে রেখেছিলেন অরিন্দম। অভিযোগ, এই পর্বগুলোর বকেয়া অর্থ দিতে অস্বীকার করছে চ্যানেল, যার ফলে শিল্পীদের পারিশ্রমিক দিতে পারছে না প্রযোজনা সংস্থা।
জিনস পরে রবীন্দ্রসঙ্গীত গাওয়াকে কটাক্ষ, ক্ষোভের মুখে শ্রাবণী সেন
আর্টিস্ট ফোরামের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানালেন যে তাঁরা এই সংক্রান্ত অভিযোগ পেয়েছেন এবং চ্যানেল ও প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও বলেছেন। আশা করা যায় এই মাসের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে।
অরিন্দম জানালেন, চ্যানেল কর্তৃপক্ষ এই নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা করেছেন। কোনও সমস্যার সমাধান হতে কিছুটা সময় লাগবেই। এই সময়টা দিতেই হবে, বললেন তিনি।