স্মরণে ঋতুপর্ণ, এই প্রথম কোনও ভারতীয় ছবিকে রাষ্ট্রসংঘের অনুমোদন
RBN Web Desk: এই প্রথম কোনও ভারতীয় ছবিকে সরাসরি অনুমোদন করল রাষ্ট্রসংঘ। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ: সিজ়নস গ্রিটিংস’ ছবিটি সমকামী মানুষদের সমঅধিকারের দাবীতে বিভিন্ন দেশে দেখানো হবে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রসংঘ। ‘সিজ়নস গ্রিটিংস’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন লিলেট দুবে, সেলিনা জেটলি, আজ়াহর খান ও শ্রী ঘটক।
সংবাদমাধ্যমকে রামকমল জানিয়েছেন যে তাঁদের ছবির কাজ শুরু হওয়ার কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার অবলুপ্তি ঘটে। বিতর্কিত এই আইনে বলা হয়েছিল, সমকামীতা এক প্রকার অপ্রাকৃতিক যৌনসঙ্গম এবং তা শাস্তিযোগ্য অপরাধ। ঋতুপর্ণ সব সময় সমকামী মানুষদের জন্য কথা বলতেন। তাঁর কাজের সঙ্গে আরও বেশি সংখ্যক দর্শককে পরিচয় করিয়ে দেওয়াই এই ছবির লক্ষ্য। ‘সিজ়নস গ্রিটিংস’-এ সমকামীতার বিষয়টি জৈবিকভাবেই এসেছে, সংবাদমাধ্যমকে জানালেন রামকমল।
আরও পড়ুন: ‘রেডিওর গান গপ্পো’তে সৌমিত্র, শুভাশিস
উল্লেখ্য, সেলিনা এবং লিলেটের পরামর্শতেই ‘সিজ়নস গ্রিটিংস’কে রাষ্ট্রসংঘে পাঠিয়েছিলেন রামকমল। ছবিটি মূলত ভারতীয় পটভূমিতে হলেও তার বিষয়বস্তু গোটা পৃথিবীতেই প্রাসঙ্গিক, জানালেন পরিচালক।