মুক্তি পেল ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র সঙ্গীত

কলকাতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস প্রথম প্রকাশের প্রায় ১০০ বছর পর নতুনরূপে মুক্তি পেতে চলেছে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, জ্যোতিকা জ্যোতি, রাহুল বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, সায়ন ঘোষ এবং অন্যান্যরা। ছবির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায়। গতকাল শহরে মুক্তি পেল এই ছবির সঙ্গীত। প্রদীপ্ত ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা।

ছবির সঙ্গীত প্রসঙ্গে সাত্যকি জানালেন, “‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র জন্য কোনও বিশেষ ধারার গান আমি তৈরি করিনি। ছবির গল্পটা জানতাম, তাই মাথার মধ্যে যে সুর খেলা করছিল সেটাকে নিয়েই এগিয়েছি। সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করেছি এই ছবির সঙ্গীত।” ছবির শীর্ষসঙ্গীতটি গেয়েছেন সাত্যকি নিজেই।

‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’তে রয়েছে মোট সাতটি গান। অন্যান্য গানের পাশাপাশি থাকছে একটি দ্বিজেন্দ্রগীতিও। এই ছবিতে দু’টি গান গেয়েছেন তিমির বিশ্বাস। তাঁর কণ্ঠে ‘আমার ভুল হয়ে গেছে প্রিয়’ ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে দর্শক-শ্রোতা মহলে। এছাড়াও তাঁর গলায় ‘আমার এটুক শুধু চাওয়া’ গানটি মুক্তি পেল এই অনুষ্ঠানে।

আরও পড়ুন: খেল দিখা সকোগে না?

“‘বাকিটা ব্যক্তিগত’ দেখার পর থেকেই আমার স্বপ্ন ছিল প্রদীপ্তদা ও ঋত্বিকদার সঙ্গে কাজ করব। শেষ পর্যন্ত তা পূরণ হলো,” বললেন তিমির। ছবির প্রয়োজনে গানগুলি ভীষণ যথাযথ বলে মনে করেন তিনি। “আমার গাওয়া দুটি গানই আমি একটি টেকে গেয়েছি। শুধুমাত্র একটি ক্লাসিক্যাল গিটার ও আমার গলা শোনা যাবে গান দুটিতে। কোনওরকম প্রযুক্তির সাহায্যে সুর পরিবর্তন করা হয়নি এখানে,” জানালেন তিনি।

তিমিরের গাওয়া গানদুটির কথা ও সুর অনির্বাণ দাসের। অনির্বাণের এটিই প্রথম কাজ। ছবির অন্যান্য গানগুলি গেয়েছেন বাবলু সাঁই, সোহিনী চক্রবর্তী ও কানাইদাস বাউল।

২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’।

ছবি: সবুজ দাস

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *