বাংলা ধারাবাহিকের মান ক্রমাগত নিম্নগামী হচ্ছে, ক্ষোভ ইন্দ্রাশিসের
RBN Web Desk: বাংলা ধারাবাহিকের মান ক্রমাগত নিম্নগামী হচ্ছে, ক্ষোভের সঙ্গে এমনটাই বললেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। বর্তমানে ‘বাজল তোমার আলোর বেণু’ ধারাবাহিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশিস। এর আগে ছোট পর্দায় শেষ অভিনয় করেছিলেন ২০১৭ সালে ‘প্রেমের কাহিনী’ ধারাবাহিকে।
সংবাদমাধ্যমকে ইন্দ্রাশিস জানালেন, ইদানিং যে সব বিষয় নিয়ে বাংলা ধারাবাহিকে কাজ হচ্ছে, সেটা তাঁর প্রজন্মের কারোরই পছন্দ নয়। তবু তার মধ্যে যেগুলো সুস্থ মানসিকতার, তাতে অভিনয় করতে তাঁর কোনও আপত্তি নেই। সেই জন্যই ‘বাজল তোমার আলোর বেণু’তে কাজ করছেন তিনি। টেলিভিশনে কাজের প্রস্তাব এলে অনেক ভাবনাচিন্তা করে তবেই তিনি রাজি হন, এমনটাই দাবী করলেন এই অভিনেতা।
অবশেষে দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘ভবিষ্যতের ভূত’
ইন্দ্রাশিসের ছোট পর্দায় আবির্ভাব ‘চ্যাম্পিয়ন’ ধারাবাহিকে। এছাড়াও তিনি কাজ করেছেন ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে। তবে ঋতুপর্ণ ঘোষের সৃজনে ‘গানের ওপারে’ ধারাবাহিকে সাংবাদিক ত্রিনাঞ্জন ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করেই সবথেকে বেশি জনপ্রিয়তা পান তিনি। বড় পর্দায় তাঁকে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল ও পরমব্রত চট্টোপাধ্যায়ের মত পরিচালকের ছবিতে।
তবে টেলিভিশনের বিপুল জনপ্রিয়তাকে অস্বীকার করেন না ইন্দ্রাশিস। বললেন, তাঁদের প্রজন্মে এর সবথেকে ভালো উদাহরণ হলেন বিক্রম চট্টোপাধ্যায়। বিক্রম জানে, ছোট পর্দার এই বিরাট সংখ্যক দর্শকের কথাও ভাবতে হয়, বললেন ইন্দ্রাশিস।