এ মাসেই টেলিভিশনে ফিরছেন মিঠুন
RBN Web Desk: দীর্ঘ বিরতির পর টেলিভিশনে ফিরছেন মিঠুন চক্রবর্তী। এক বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে ছোটদের জনপ্রিয় একটি নাচের রিয়্যালিটি শো-তে মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই শোয়ের চূড়ান্ত প্রতিযোগী নির্বাচনের দায়িত্বে রয়েছেন মিঠুন নিজেই। শো-এর বিচারক হিসেবে থাকছেন শ্রীবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী।
টেলিপাড়া সূত্রের খবর, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে জেলার বাছাই পর্ব। বেশ কয়েক মাস ধরে চলেছে অডিশন। বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই অডিশনে। এখন চলছে প্রতিযোগীদের চূড়ান্ত বাছাই।
আরও পড়ুন: রানুর সাক্ষাৎকার নিতে হলে লাগবে টাকা, জানিয়ে দিল অতীন্দ্র
একই রিয়্যালিটি শো-এর আগের একাধিক সিজ়নে মেন্টরের দায়িত্ব পালন করেছেন মিঠুন। মাঝখানে অসুস্থতার জন্য কাজ থেকে দূরে ছিলেন চলচ্চিত্রে তিনবার জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা। বিদেশেও গিয়েছিলেন চিকিৎসার জন্য।
২১ সেপ্টেম্বর থেকে শনিবার ও রবিবার দেখা যাবে এই রিয়্যালিটি শো-এর নতুন সিজ়ন।