একাধিক ছবিতে একই চরিত্রে, আশঙ্কায় কমলেশ্বর

RBN Web Desk: এই মুহূর্তে মুম্বইয়ে শুটিং করছেন পরিচালক অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee)। একটি হিন্দি ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালক অর্ণব চট্টোপাধ্যায়ের (Arnab Chatterjee) একটি নাম না হওয়া ছবিতে অভিনয় করছেন কমলেশ্বর। একই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সুব্রত দত্ত (Subrat Dutta), বরুণ চন্দর (Barun Chanda) মতো অভিনেতারাও। ছবিতে এসপি বকসীর চরিত্রে দেখা যাবে কমলেশ্বরকে। 

এদিকে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘টেক্কা’ (Tekka) ছবিতেও পুলিশের চরিত্রে অভিনয় করেছেন কমলেশ্বর। অর্ণবের ছবিতে কাজ করে উচ্ছ্বসিত হলেও একই ধরণের চরিত্রে বারবার দেখা গেলে তকমা লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অর্ণব এর আগে ২০১৬ সালে ‘আনসেড’ ছবিটি পরিচালনা করেছিলেন। এছাড়া একটি বাংলা ছবিও পরিচালনা করেছেন তিনি। নিজের ছবিতে কমলেশ্বরকে পেয়ে খুশি তিনিও। অর্ণবের দাবি, বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক এবং তুখোড় অভিনেতা কমলেশ্বরের উপস্থিতি দর্শককে চমকে দেবে। যদিও ছবির মুখ্য ভূমিকায় কারা থাকছেন তা এখনই জানাতে নারাজ অর্ণব। 

আরও পড়ুন: ভিড় সামলাতে মধ্যরাতের শো, বাংলাদেশে মেগাহিট ‘তুফান’

উল্লেখ্য, গতবছর কমলেশ্বর পরিচালিত ছবি ‘একটু সরে বসুন’ (Ektu Sore Bosun) মুক্তি পেয়েছিল। একইসঙ্গে গত দু’বছরে তিনি অভিনেতা হিসেবে দেখা দিয়েছেন মায়া (Mayaa), কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Guptodhon) ও কিশমিশ (Kishmish) ছবিতে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *