শুধু সিনেমা দেখলেই যেন সংক্রমণ হবে: শাশ্বত
RBN Web Desk: আনলক পর্যায়ে প্রায় তিনমাস কেটে যাওয়ার পরেও সিনেমাহলে দর্শকের সংখ্যা স্বাভাবিক না হওয়ায় সরকারী নিয়মকেই দায়ী করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর নতুন ছবি মুক্তি পেতে চলেছে আগামীকাল। পরিচালক সপ্তস্ব বসুর ছবি ‘প্রতিদ্বন্দ্বী’তে এক ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শাশ্বত ছাড়াও এই ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, মাহি কর ও রিনি ঘোষ।
এই মুহূর্তে প্রচুর মানুষ ওয়েব সিরিজ় দেখলেও হলে গিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতাকে সবসময়েই এগিয়ে রাখতে চান শাশ্বত। এই প্রসঙ্গে রেডিওবাংলানেট-কে তিনি জানালেন, “মানুষ বেশি ওয়েব সিরিজ় দেখছেন তার একটা বড় কারণ হলো নিজের সময়মতো দেখে নেওয়া যায়। বাড়িতে বসে ফাঁকা সময়ে ল্যাপটপে বা ফোনে কিছুটা দেখে নিলাম, সেই সুবিধাটা নিশ্চয়ই আছে। কিন্তু হলে গিয়ে বাইরেই জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে একটা সিনেমায় ডুবে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা ওয়েব সিরিজ় কখনওই দিতে পারে না।”
আরও পড়ুন: জটায়ুর সাহস
বর্তমান পরিস্থিতিতে মানুষ হলে গিয়ে ছবি দেখতে ভরসা পাচ্ছেন না ঠিকই, তবে এই অবস্থার জন্য সিনেমাহল সংক্রান্ত নিয়মকানুনকেই দায়ী করছেন অভিনেতা। তাঁর মতে, “মানুষ সর্বত্র যেতে পারছেন, রাস্তাঘাটে আগের মতোই ভিড়, শুধু সিনেমা দেখতে গেলেই কেন এমন অদ্ভুত নিয়ম মানতে হবে কে জানে। মানুষ যদি হলে না আসেন সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা কঠিন হবে। রাস্তাঘাটে, অটো বা বাসে কিংবা রেস্তোরাঁয় সারাক্ষণ সবাই পাশাপাশি বসছে। তাহলে হলের বেলাতেই কেন দর্শককে একটা করে সিট ছেড়ে বসতে হবে? শুধু সিনেমা দেখলেই সংক্রমণ হবে আর বাকি ক্ষেত্রে হবে না নাকি?”
ছবি: গার্গী মজুমদার