গল্পের খোঁজ ও তারপর, মুক্তি পেল ‘শব চরিত্র’-এর ট্রেলার

RBN Web Desk: বছর পঁয়তাল্লিশের লেখক অবিনাশের গল্প বাজারে আর তেমন কাটছে না। তাই প্রকাশকের চাপে পড়ে অবিনাশ আশেপাশের বিষয়বস্তু থেকে গল্পের রসদ সংগ্রহের চেষ্টা করে। যেহেতু অবিনাশ মূলত থ্রিলার লেখক, তাই নতুন কোনও চরিত্রের সন্ধান পেলেই সে গোয়েন্দাদের মতো তাদের জীবনে উঁকিঝুঁকি দিতে থাকে, যদি সেই গল্প কোনও পরিচালকের পছন্দ হয়। সিনেমা না হোক ওই গল্প থেকে নিদেনপক্ষে একটা ওয়েব সিরিজ়ও যদি তৈরি করা যায়, আশায় বুক বাঁধে অবিনাশ। ঘরে অত্যন্ত সাধারণ আটপৌরে বউ, ছেলে আর বাইরে পরকিয়ার হাতছানি ছাড়াও অবিনাশের জীবনে আরও একটা জিনিসের অস্তিত্ব আছে। তা হলো এক অদ্ভুত ক্ষমতা।

গল্প লেখার তাগিদে অবিনাশের জীবনে একে-একে নতুন সব চরিত্রের প্রবেশ ঘটতে থাকে। যেমন সেঁজুতি, অঙ্কের মাস্টার কালুচরণ নাগ এবং আরও অনেকে। অদ্ভুতভাবে, অবিনাশ যাদের নিয়ে গল্প লিখতে শুরু করে, মাঝপথেই তারা তাকে ছেড়ে চলে যায়। গল্প লিখতে লিখতেই অবিনাশ ঠাওর করতে পারে এরপর কার চলে যাওয়ার পালা! লেখা আর সম্পূর্ণ হয় না।

বিশেষ একটি ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও মানসিকভাবে বিধ্বস্ত অবিনাশ সাংবাদিক বন্ধু সৈকতের কাছে সাহায্য প্রার্থনা করে। অবিনাশ কি জাতিস্মর? নাকি সে অন্য কোনও ডিসঅর্ডারে ভুগছে? সস্তায় কিস্তিমাত করতে নিউজ় চ্যানেলের কাছে একটা ‘ব্রেকিং’ খবর পৌঁছে দেয় সৈকত।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

হাল ধরতে মাঠে নামে মনোরোগ বিশেষজ্ঞ মৃণালিনী। তাঁর পরামর্শ অনুযায়ী অবিনাশ এমন একটি চরিত্র নিয়ে কাজ করতে শুরু করে এইসময় দাঁড়িয়ে যার কোনও অস্তিত্ব নেই। কিন্তু সৈকতের ছেলের জন্মদিনের পার্টিতে হঠাৎ করেই মৃণালিনীকে দেখে সে চমকে। তাহলে এবার মৃণালিনীই কি অবিনাশের সেই ‘শব’ চরিত্র?

সুপারপাওয়ার বা অদ্ভুত ক্ষমতা নিয়ে কাজ করতে ভালো লাগে বলে জানালেন ‘শব চরিত্র’-এর পরিচালক দেবাশিস সেনশর্মা। সেই ভালোলাগা থেকেই এই ওয়েব সিরিজ়ের গল্প সাজিয়েছেন তিনি ও বলাকা ঘোষ। সম্প্রতি মুক্তি পেল ‘শব চরিত্র’-এর ট্রেলার।  

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

অবিনাশের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। “এতদিন যেসব চরিত্রে অভিনয় করেছি, এটা তার থেকে সম্পূর্ণ আলাদা,” বললেন অনির্বাণ। “অবিনাশ চরিত্রটার মধ্যে বিভিন্ন স্তর আছে, আর তার প্রতিটিতে রয়েছে রহস্য।”

দেবাশিস জানালেন, “অনির্বাণের কথা মাথায় রেখেই এই ছবির চিত্রনাট্য লিখতে শুরু করি। তাই ও না করলে এই ছবিটা হতোই না।”



এই সিরিজ়ে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে গায়িকা ইমন চক্রবর্তীকে। গান, নাচ, অভিনয়, সমাজসেবা, জনসংযোগ সমস্ত ক্ষেত্রেই তাঁর সাবলীল এবং অবাধ বিচরণ প্রসঙ্গে ইমন জানালেন, “আমার সবকিছু করতে ভালো লাগে। আমি জানতাম কোনও না কোনওদিন আমার কাছে এই সুযোগটাও আসত।”

এই সিরিজ়ের অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, যুধাজিৎ সরকার, অঙ্কিতা মাঝি, রানা বসু ঠাকুর, পায়েল রায়, দুর্বার শর্মা, পলাশ হক, দেবরাজ ভট্টাচার্য, অবিন দত্ত মন্ডল, শৈলী ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্যরা।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

প্রায় তিন দশক মঞ্চের সঙ্গে যুক্ত দেবাশিস। নাটকের সেই ধারা বজায় রেখেই ট্রেলার মুক্তির দিন ‘শব চরিত্র’-এর কলাকুশলীরা ধরা দিলেন চরিত্রের আড়ালে। দেবাশিস এই কাজের সঙ্গে যুক্ত প্রত্যেক কলাকুশলীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।

‘শব চরিত্র’-এর চিত্রনাট্য লিখেছে আদার ব্যাপারি এবং দেবাশিষ নিজে। চিত্রগ্রহণে অম্লান সাহা, শব্দ বিন্যাসে সায়ন্তন ঘোষ, সম্পাদনা করেছেন কৌস্তুভ সরকার, পোশাক পরিকল্পনায় মেঘা চক্রবর্তী।

২১ ফেব্রুয়ারি ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘শব চরিত্র’।

 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *